ওয়ানডে ক্রিকেটে নিজের প্রভাব আরও বাড়াতে ব্যাটিং অর্ডারের ছয় নম্বর পজিশনে স্থায়ী হতে চান মেহেদী হাসান মিরাজ। ২০২৫ সালে বিভিন্ন পজিশনে খেলার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, এই জায়গাটিই দলের জন্য তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে পারে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, জাতীয় দলের হয়ে ওপেনিং থেকে শুরু করে নয় নম্বর পর্যন্ত প্রায় সব জায়গাতেই তিনি ব্যাটিং করেছেন। এই অভিজ্ঞতাই তাঁকে নিজের সেরা জায়গা চিনতে সাহায্য করেছে।
মিরাজ বলেন, বোলারদের সঙ্গে ব্যাটিং করার সময়ই তাঁর সবচেয়ে প্রভাবশালী ইনিংসগুলো এসেছে। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে এমনভাবে খেলেই তিনি দলকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। তাঁর মতে, ব্যক্তিগত রানের চেয়ে দলের জয়ের জন্য অবদান রাখাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ৪০, ৫০ বা ৬০ রান যদি ম্যাচের গতি ঘুরিয়ে দিতে পারে এবং দলকে জয়ের পথে নিয়ে যায়, সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় ব্যাপার।
ছয় নম্বরে ব্যাটিং করাকে আদর্শ মনে করার কারণও ব্যাখ্যা করেছেন মিরাজ। এই পজিশনে নামলে অভিজ্ঞ ব্যাটারদের সঙ্গে যেমন খেলতে পারেন, তেমনি বোলারদের সঙ্গেও দায়িত্ব নিতে পারেন। এতে ম্যাচ জেতানোর সুযোগ সবচেয়ে বেশি তৈরি হয় বলে মনে করেন তিনি।
উপরের দিকে ব্যাটিং করে রান পেলেও সব সময় দল জেতে না এই অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মিরাজ। তাঁর মতে, চার নম্বরে ব্যাট করে তিনি একাধিক ম্যাচে রান করেছেন, কিন্তু দল জয় পায়নি। অধিনায়ক হিসেবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাচ জেতা। ছয় নম্বরে নেমে ৬০ বা ৭০ রান করলেও সেটি দলের জন্য বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি। এই ভূমিকায় নিজেকে আরও দক্ষ করে তুলতে চান মিরাজ।
প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) অল-স্টার ম্যাচের এক প্রচারণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে ২০২৬ সালকে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মিরাজ।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/টিএ
