চলমান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) লিগে রোববার এমআই এমিরেটসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল তাসকিন আহমেদের। কিন্তু অভিষেক ম্যাচে বল হাতে রাঙাতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে অভিষেক উইকেটের দেখা পেয়েছেন এই গতি তারকা। একইসঙ্গে জিতেছে তার দলও।
সোমবার (১৫ ডিসেম্বর) গালফ জায়ান্টসের বিপক্ষে ১১ রানে জয় পেয়েছে শারজাহ ওয়ারিয়র্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে শারজাহ ওয়ারিয়র্স। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি গালফ।
এদিন মাঝারি পুঁজি ডিফেন্ড করতে নেমে শারজাহকে ভালো শুরু এনে দেন বোলাররা। পাওয়ারল্লেতেই গালফের ৪ উইকেট তুলে নেন তাসকিন-ওয়াসিম আকরামরা। প্রথম ওভারে তাসকিনের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবে পয়েন্টে সহজ ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন ইথান ডি’সৌজা।
তবে নিজের দ্বিতীয় স্পেলে এসেই উইকেটের দেখা পান তাসকিন। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জেমস ভিন্স। পরবর্তীতে আর কোনো উইকেটের দেখা পাননি তিনি। শেষ পর্যন্ত ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়ে ৪ ওভার শেষ করেন এই পেসার।
শারজাহর হয়ে দুর্দান্ত বোলিং করেন মাতিশা পাথিরানা। ৪ ওভারে এ মেডেনসহ ১৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন এই লঙ্কা পেসার। ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তার হাতেই। এছাড়া ওয়াসিম আকরাম ৩টি এবং প্রিটোরিয়াস ২টি উইকেট নেন।
গালফের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৪৫ রান করেন মঈন আলী। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ বলে ৪১ রান আসে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। এছাড়া গুরবাজ ১৫ বলে ৩০ এবং আয়ান ৫ বলে ১৩ রান করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শারজাহর হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন টম অ্যাবেল। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন জেমস রিও। এছাড়া ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রানের ঝোড়ো ক্যামিও আসে ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে।
গালফ জায়ান্টন্সের হয়ে ২টি উইকেট শিকার করেন ক্রিস উড। এছাড়া একটি করে উইকেট নেন ম্যাথিউ ফোর্ডে, আয়ান আফজাল খান ও ফ্রেড ক্লাসেন।
সংক্ষিপ্ত স্কোর :
শারজাহ ওয়ারিয়র্স : ১৭৪/৬ (২০ ওভার)
গালফ জায়ান্টস : ১৬৩/৯ (২০ ওভার)
ফলাফল : শারজাহ ওয়ারিয়র্স ১১ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/বিটি
