সম্প্রতি ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দলের তকমা পেয়েছিল আফগানিস্তান। তবে মাঠের বাইরে দ্বিতীয় সেরার তকমা পেলেও মাঠের কাজটা করে দেখাতে পারেনি দলটি। আফগানিস্তানের সিনিয়র দল, যুব দল কিংবা ইমার্জিং দল– এশিয়ার মঞ্চে ব্যর্থ হয়েছে তিনটি দলই।
চলতি বছর সিনিয়র দলের এশিয়া কাপ, উঠতি তারকাদের নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপ এবং বর্তমানে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া। এসিসি আয়োজিত এই তিনটি টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছে আফগানররা। প্রতিটি আসরের গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হয়েছে দলটির।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) এক ম্যাচ হাতে রেখেই চলমান যুব এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। পর পর দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবাদের কাছে হেরে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়েছে দলটির। তাতে এশিয়ার মঞ্চে আরেকটি ব্যর্থ মিশন শেষ হচ্ছে আফগানদের।
মূলত আফগানিস্তানের সিনিয়র দল নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছিল। সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে দ্বিতীয় সেরা দলের তকমা পেয়েছিল দলটি। তবে এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরোতেই ব্যর্থ হয় তারা। ‘বি’ গ্রুপে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে আফগানরা। এরপর বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে এক জয় নিয়েই বিদায় নিশ্চিত হয় রশিদ খানের দলটির।
গত নভেম্বরে উঠতি তারকাদের নিয়ে মাঠে গড়ায় রাইজিং স্টার্স এশিয়া কাপ। এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল আফগানিস্তান ‘এ’ দল। ওই আসরের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ‘এ’ দল ও হংকংকে হারিয়েও পরের রাউন্ডে যেতে পারেনি তারা। নেট রানরেটে পিছিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়েও গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় আফগানরা।
আফগানিস্তানের সিনিয়র দল ও ‘এ’ দলের পর এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হলো আফগান যুবাদের। আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে যায় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে দলটি। নিয়মরক্ষার সবশেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে আফগান যুবারা।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/বিটি
