বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবি এক বার্তায় বলেছে, তাঁদের স্মরণেই গর্বিত আজকের স্বাধীন বাংলাদেশ।
আজ ১৪ ডিসেম্বর! শহীদ বুদ্ধিজীবী দিবস। তাই ১৯৭১ সালে শহীদদের আত্নত্যাগকে স্মরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিসিবি জানিয়েছে, “শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগে আলোকিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ।”
শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিনগুলোর একটি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের মাত্র দুদিন আগে, দেশ হারিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, লেখকসহ নানা পেশার গুণী মানুষদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল সেদিন।
নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শেষে বিজয়ের অপেক্ষায় যখন পুরো দেশ ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। যাতে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া যায়।
১৪ ডিসেম্বর রাতে ঢাকায় কারফিউ চলাকালে তালিকা ধরে ধরে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নেওয়া হয়। চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাঁদের। পরদিন সকালে মিরপুরের ডোবা-নালা ও রায়েরবাজার ইটখোলায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় নিথর দেহ। অনেকের শরীরে গুলির চিহ্ন, অনেককে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। হাত পেছনে বাঁধা অবস্থায় বেয়নেটের আঘাতে মারা যান অনেকে।
স্বাধীনতার একেবারে আগমুহূর্তে এই হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। বিজয়ের আনন্দ মুহূর্তেই শোকে ঢেকে যায় পুরো দেশ। অসংখ্য পরিবার হারায় তাদের প্রিয়জনকে, দেশ হারায় তার পথপ্রদর্শকদের।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
জাতি আজও গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করে সেইসব মানুষকে, যাঁদের রক্তের বিনিময়ে স্বাধীনতার পথ আরও কঠিন হয়ে উঠেছিল। সেই শহীদদের আত্নত্যাগকেই স্মরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদের অবদানকে জাতির সামনে নতুন করে তুলে ধরলো।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৫/টিএ
