ডব্লিউডব্লিউই-তে দুই দশকের বেশি সময় কাটানোর পর অবশেষে রিংকে বিদায় জানালেন জন সিনা। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় নিজের শেষ ম্যাচটি খেলেন ডব্লিউডব্লিউইর এই কিংবদন্তি। ২০২৫ সালের শেষ ম্যাচ-এর মূল আকর্ষণ ছিল সিনার এই বিদায়ী লড়াই।
শেষ ম্যাচে সিনার প্রতিপক্ষ ছিলেন গুন্থার। প্রায় ২৪ মিনিটের দীর্ঘ ও শারীরিকভাবে কঠিন এই ম্যাচে শেষ পর্যন্ত ট্যাপ আউট করে হার মানেন সিনা। ফলাফল প্রত্যাশিত না হলেও পুরো ম্যাচজুড়ে দর্শকরা সিনার পক্ষেই ছিলেন। গ্যালারিতে থাকা দর্শকরা শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছিলেন, শেষ ম্যাচে জয়ের গল্প লিখবেন সিনা।
ম্যাচ শেষে আবেগ ছড়িয়ে পড়ে পুরো অ্যারেনায়। সহকর্মী রেসলার, স্টাফ ও দর্শকদের সামনে দাঁড়িয়ে বিদায় জানান সিনা। ফলাফলে হতাশ হলেও দ্রুতই কৃতজ্ঞতায় ভরে ওঠে দর্শকরা। দীর্ঘদিন ধরে ডব্লিউডব্লিউইকে যিনি নিজের সবটুকু দিয়েছেন, তাঁর বিদায় মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়।
এই বিদায়ী অনুষ্ঠানটি কেবল জন সিনাকে ঘিরে ছিল না। পুরো কার্ডেই নতুন ও তরুণ রেসলারদের সামনে আনার চেষ্টা দেখা গেছে। এতে বোঝা গেছে, সিনা এমন এক ডব্লিউডব্লিউই রেখে যাচ্ছেন, যেখানে ভবিষ্যৎ প্রজন্মও প্রস্তুত।
অনুষ্ঠানের শুরুতেই মাঠে নামেন আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস ও এনএক্সটি চ্যাম্পিয়ন ওবা ফেমি। ম্যাচটি বেশি সময় স্থায়ী হয়নি। ড্রু ম্যাকইন্টায়ারের হস্তক্ষেপে কোডি ডিসকোয়ালিফিকেশনে জয় পান। তবে অল্প সময়েই ওবা ফেমি প্রমাণ করেন, ডব্লিউডব্লিউইর ভবিষ্যৎ তারকাদের তালিকায় তিনি অন্যতম।
নারীদের বিভাগে বড় চমক দেন সল রুকা। অভিজ্ঞ বেইলিকে হারিয়ে আলোচনায় আসেন তিনি। ম্যাচটিতে রুকার আক্রমণাত্মক পারফরম্যান্সই পরিষ্কার করে দেয়, মূল রোস্টারে তিনি স্থায়ীভাবে জায়গা করে নেওয়ার পথে আছেন।
জন সিনা–গুন্থার ম্যাচের আগে শেষ লড়াইটি ছিল ট্যাগ টিম ম্যাচ। ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন এজে স্টাইলস ও ড্রাগন লি মুখোমুখি হন জে’ভন ইভানস ও টিএনএ এক্স-ডিভিশন চ্যাম্পিয়ন লিওন স্লেটারের। দ্রুত হওয়া এই ম্যাচে দর্শকরা দারুণ বিনোদন পান। যদিও সবার মন তখন সিনার শেষ ম্যাচের দিকেই ছিল।
সব মিলিয়ে এটি ছিল এক আবেগঘন রাত। জন সিনার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো ডব্লিউডব্লিউইর একটি অধ্যায়। তবে একই সঙ্গে নতুনদের জন্য তৈরি হল সুযোগ।
উল্লেখ্য, জন সিনা ১৩ বার ডব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। পাশাপাশি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনবার। ডব্লিউডব্লিউয়ের ইতিহাসে রিক ফ্লেয়ার ও জন সিনা সমান ১৬বার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া ডব্লিউডব্লিউই এর অন্য সব বেল্টও জিতেছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৫/টিএ
