অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা সোয়া দুইটায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে মাঠে নামবে সিডনি থান্ডার। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের।
বাবরের অভিষেক ম্যাচ ঘিরে টুর্নামেন্টের শুরু থেকেই বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের নজর থাকবে সিডনি থান্ডারের ম্যাচে। বাবরকে দলে নেওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে দলটি।
এবারের বিগ ব্যাশে বাংলাদেশের সমর্থকদের জন্যও রয়েছে আলাদা আগ্রহ। প্রথমবারের মতো ড্রাফট থেকে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি। হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
এর আগে সাকিব আল হাসান দুই মৌসুমে বিগ ব্যাশে খেললেও তিনি দলে এসেছিলেন বদলি ক্রিকেটার হিসেবে। ২০১৩–১৪ ও ২০১৪–১৫ মৌসুমে মিলিয়ে মাত্র ছয়টি ম্যাচ খেলেছিলেন তিনি। সেই জায়গায় এবার ড্রাফট থেকে দলে নেওয়া রিশাদের জন্য এটি হতে যাচ্ছে ভিন্ন অভিজ্ঞতা।
গ্রুপ পর্বে হোবার্ট হারিকেনস খেলবে মোট ১০টি ম্যাচ। রিশাদের বিগ ব্যাশ অভিষেকের সম্ভাব্য দিন ১৬ ডিসেম্বর। ওই দিন সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নামবে হোবার্ট। ফলে একই টুর্নামেন্টে বাবর ও রিশাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও থাকছে।
এদিকে, হোবার্টে এবার বিদেশি ক্রিকেটার তিনজন, আর তাদের দুজনই লেগ স্পিনার। রিশাদ ছাড়াও দলে আছেন ইংলিশ স্পিনার রেহান আহমেদ এবং অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস জর্ডান। ড্রাফটে প্রথম কলেই জর্ডানকে দলে নেয় হোবার্ট। তারপর দ্বিতীয় কলেই তারা দলে।ভেড়ায় রিশাদ হোসেনকে। এটা থেকেই প্রমাণ করে যে রিশাদকে নিয়ে হোবার্টের আলাদা পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, মাত্র ২৩ বছর বয়সী রিশাদ এরই মধ্যে জাতীয় দলে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেলেন। হোবার্ট হারিকেন্সের হয়ে তার পারফরম্যান্স নিয়ে আশাবাদী ভক্তরাও। এর আগে পিএসএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৫/টিএ
