Connect with us
ফুটবল

রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনার দুর্দান্ত জয়

Barcelona
গোল করে উল্লাসে ইয়ামাল ও রাফিনিয়া। ছবি: সংগৃহীত

ক্যাম্প নউয়ে পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার জোড়া গোলের কল্যাণে জয় পায় বার্সেলোনা। ওসাসুনাকে ২–০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল হান্সি ফ্লিকের দল। রিয়ালকে পেছনে ফেলে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো দলটি।

শনিবারের ম্যাচে শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে বার্সেলোনা। প্রায় ৮০ শতাংশ পজেশন রেখে ২৪টি শট নেয় স্বাগতিকরা। যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে ওসাসুনা নেয় তিনটি শট, দুটি ছিল লক্ষ্যে।

প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দুই দলই। ২০ মিনিটে ওসাসুনার ফরোয়ার্ড আন্তে বুদিমিরের শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। তিন মিনিট পর ফেররান তরেসের হেডে গোল দিলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনায় গোল বাতিল হয়। আক্রমণের শুরুতে রাফিনিয়া অফসাইডে ছিলেন বলে সিদ্ধান্ত দেন রেফারি।



গোলের অপেক্ষা কাটে ৭০তম মিনিটে। মাঝমাঠ থেকে পেদ্রির দেওয়া বলে বক্সের বাইরে জায়গা পান রাফিনিয়া। বল নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। লামিনে ইয়ামালের পাস থেকে জুল কুন্দের বাড়ানো ক্রসে বল ওসাসুনার এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে আসে দূরের পোস্টে। সুযোগ পেয়ে আবারও বল জালে পাঠান বার্সা অধিনায়ক।

এই জয়ে লিগে টানা সাত ম্যাচ জিতল বার্সেলোনা। ১৭ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ক্লাসিকোয় রিয়ালের বিপক্ষে হারের পর যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, তাতে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল ফ্লিকের দল। আগামী মঙ্গলবার কোপা দেল রের শেষ বত্রিশে তৃতীয় স্তরের দল গুয়াদালাহারার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল