Connect with us
ফুটবল

ইংলিশ চ্যাম্পিয়নশিপে অষ্টম জয় পেল হামজারা

Hamza and his teammates register their eighth win in the English Championship.
ইসপউইচ টাউনকে ৩-১ গোলে হারিয়েছে লেস্টার সিটি। ছবি- লেস্টার সিটি

ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল হামজা চৌধুরীদের লেস্টার সিটি। আগের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে আগে ২ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় হামজাদের। তবে এবার ঘরের মাঠে ইসপউইচ টাউনকে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট তুলে নিয়েছে স্বাগতিক দলটি।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে চ্যাম্পিয়নশিপের ২১তম রাউন্ডের ম্যাচে ইসপউইচ টাউনকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লেস্টার সিটি। তাতে চলতি মৌসুমে ৮ম জয় তুলে নিয়েছে দলটি। এ নিয়ে সবশেষ তিন ম্যাচে অপরাজিত হামজারা।

এদিন কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় লেস্টার। ৮ মিনিটে ববি দেকরদোবা-রেইদের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন এই জ্যামাইকান ফরোয়ার্ড।



বিরতিতে যাওয়ার আগমুহূর্তে লিড বাড়িয়ে নেয় লেস্টার। দ্বিতীয় গোলটি করেন আব্দুল ফাতাউ ইসাহাকু। তার গোলটি ছিল আরও দুর্দান্ত। মাঝমাঠ থেকে নেয়া এক দুর্দান্ত শটে বল জালে জড়ান ঘানার এই রাইট উইঙ্গার। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লেস্টার।

বিরতি থেকেই ফিরেই ফের গোলের দেখা পায় লেস্টার। ম্যাচের ৫২তম মিনিটে জর্দান আয়ুর গোলে ৩-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৭১ মিনিটে একটি গোল হজম করে লেস্টার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে হামজারা।

এদিন লেস্টারের শুরুর একাদশে জায়গা হয়নি হামজার। ম্যাচের ৬৫তম মিনিটে রেইদের বদলি হিসেবে মাঠে নামেন হামজা। শেষ ২৫ মিনিটে বেশকিছু বল ক্লিয়ারেন্সের পাশাপাশি কিছু ট্যাকেলও করেন হামজা।

এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৮ নম্বরে উঠে এসেছে লেস্টার সিটি। ২১ ম্যাচে ৮ জয় ও ৭ ড্রয়ের বিপরীতে ৬ ম্যাচে হেরেছে দলটি।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল