Connect with us
ক্রিকেট

সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী

Moeen Ali is coming to light up the BPL for Sylhet.
সবশেষ ২০২৪ সালে কুমিল্লার হয়ে খেলেন মঈন আলী। ছবি- বিসিবি

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। শক্তিমত্তা বাড়াতে দলে বেড়াচ্ছে বিদেশি তারকা ক্রিকেটারদের। এবার ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে ভিড়িয়ে শক্তিমত্তা বাড়িয়ে নিল সিলেট টাইটান্স। 

আসন্ন বিপিএলের জন্য মঈন আলীকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।

বিপিএলের গত আসরে ছিলেন না মঈন। সবশেষ ২০২৪ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি। এক আসর পর ফের বাংলাদেশের এই শীর্ষ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরছেন ইংলিশ এই অলরাউন্ডার।



বিপিএলে মঈনের অভিষেক হয় ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর জার্সিতে। এরপর দীর্ঘদিন বিপিএলে দেখা যায়নি তাকে। লম্বা বিরতির পর ২০২২ আসরে কুমিল্লার জার্সিতে বিপিএলে ফেরেন তিনি। কুমিল্লার হয়ে টানা তিন মৌসুম বিপিএল মাতিয়েছেন তিনি৷ তবে সবশেষ আসরে খেলা হয়নি এই তারকার।

বিপিএলে দুটি ফ্রাঞ্চাইজির হয়ে সবমিলিয়ে ২২ ম্যাচ খেলে ৪১৪ রান করেছেন মঈন। যেখানে ২টি ফিফটি রয়েছে তারা। এছাড়া বল হাতে শিকার করেছেন ২২টি উইকেট।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) লিগে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন মঈন। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। সেক্ষেত্রে গালফ ফাইনালে উঠলে বিপিএলে শুরুর কয়েকটি ম্যাচ মিস করতে পারেন মঈন।

২০২৬ বিপিএলে সিলেট টাইটান্সের স্কোয়াড : 

পারভেজ হোসেন ইমন, সাইম আইয়ুব, জাকির হাসান, খালেদ আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন, রনি তালুকদার, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স, ইথান ব্রুকস, মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও মোহাম্মদ আমির।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট