Connect with us
ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Bangladesh start their Asia Cup campaign with a brilliant win over Afghanistan.
আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি- এসিসি

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ খেলতে নেমে আফগানিস্তান যুবাদের দুর্দান্ত এক জয় তুলে নিয়ে টাইগার যুবারা।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ের একাডেমি গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আজিজুল হাকিম তামিমের দল।

Shahriar Ahmed and Rizan Hosain

জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শাহরিয়ার ও রিজান। ছবি- এসিসি

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটিতেই দলীয় দেড়শ রান পেরোয় যুবা টাইগাররা। দলীয় ১৫১ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। ৬৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে বিদায় নেন রিফাত।



এরপর সেঞ্চুরি তোলার সুযোগ ছিল জাওয়াদের সামনে। তবে ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন এই ওপেনার। দলীয় ১৭০ রানের মাথায় বিদায় নেন তিনি। সাজঘরে ফেরার আগে ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

এরপর তৃতীয় উইকেট জুটিতে আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি আলিন মিলে আরও ৬৬ রান যোগ করেন। তাতে বাংলাদেশের জয়ের পথ আরও সহজ হয়। তবে দলীয় ২৩৬ রানে আলিনের (২৯) বিদায়ের পর কিছুটা খারাপ সময় পার করছে বাংলাদেশ। তাঁর কিছুক্ষণ পরেই বিদায় নেন আজিজুল। ৪৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৭ রান করে ফেরেন যুবাদের দলপতি।

অবশ্য শেষদিকে বেশ কয়েকটি উইকেট হারালেও তা দলের ব্যাটিংয়ে বড় কোনো প্রভাব ফেলেনি। শেষ পর্যন্ত ৩ উইকেট ও ৭ বল হাতে রেখেই ম্যাচটি জিতে নেন লাল-সবুজের প্রতিনিধিরা। আআফগানিস্তানের পক্ষে রুহানুল্লাহ আরব ও খাতির স্তনিকজাই ২টি এবং সালাম খান আহমদজাই একটি উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে ফয়সাল খান আহমদজাইয়ের সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে সক্ষম হয় আফগানিস্তান। ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন ফয়সাল। এছাড়া উজেইরউল্লাহ নিয়াজি ৪৪, আজিজুল্লাহ মিয়া খিল ৩৮, ওসমান সাদাত ৩৪ এবং আব্দুল আজিজ ২৬ রান করেন।

Shahriar Ahmed did well with the ball

বল হাতে দুর্দান্ত ছিলেন শাহরিয়ার আহমেদ। ছবি- এসিসি

বাংলাদেশের হয়ে বল হাতে ২টি করে উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। এছাড়া একটি করে উইকেট নেন সামিউন বসির রাতুল, রিজান হোসেন ও সাদ ইসলাম রাজিন।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : ২৮৩/৭ (৫০ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২৮৪/৭ (৫০ ওভার)

ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট