বিপিএল মাতাতে আসছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। বিপিএল নিলামের পর তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে উত্তরবঙ্গের দল রাজশাহী ওয়ারিয়র্স। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশামকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
অবশ্য বিপিএলের আগামী মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল নিশামের। তবে শেষ পর্যন্ত রাজশাহীর জার্সিতে মাঠে মাতাতে দেখা যাবে এই তারকা অলরাউন্ডারকে। জানা গেছে, নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে ভিড়িয়েছে রাজশাহী।
এখন পর্যন্ত বিপিএলের একটি আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে নিশামের। ২০২৪ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেন তিনি। বিপিএলে নিজের অভিষেক আসরেই বাজিমাত করেন এই তারকা অলরাউন্ডার। পুরো আসরে ব্যাট হাতে ৭ ইনিংসে ২৯১ রান করেন তিনি। তার গড় ছিল ৭২.৭৫ এবং স্ট্রাইকরেট ছিল ১৬৭.২৪।
নিশাম ৭ ম্যাচে তিনটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। আর তিনটি ইনিংসেই তিনি অপরাজিত ছিলেন। যার মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৯ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই তারকা। এছাড়া বল হাতে ৬ ইনিংসে শিকার করেন ৪টি উইকেট।
অবশ্য সবশেষ বিপিএলের ফাইনালের আগে তাকে দলে নিয়েছিল ফরচুন বরিশাল। কিন্তু ফাইনাল ম্যাচে সবাইকে অবাক করে তাকে স্কোয়াডেই রাখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এখন ব্যস্ত সময় পার করছেন নিশাম। টাইগার তারকা মুস্তাফিজুর রহমানের সঙ্গে একই দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন তিনি। আইএল টি-টোয়েন্টিতে খেলা শেষে বিপিএলে যোগ দিতে পারেন এই তারকা অলরাউন্ডার।
২০২৬ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান ও জিমি নিশাম।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/বিটি