আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে আরও এক চমক নিয়ে হাজির ঢাকা ক্যাপিটালস। ওপেনিংয়ে শক্তিমত্তা বাড়াতে আফগানিস্তানের তারকা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পোস্টে গুরবাজকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।
ঢাকার টপ অর্ডারে আগে থেকেই চমক হিসেবে আছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। তার সঙ্গে আছেন বাংলাদেশি তারকা সাইফ হাসান। এবার গুরবাজ যুক্ত হওয়ায় টপ অর্ডারে শক্তি বাড়ল দলটির।
মূলত সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন হেলস। এই টুর্নামেন্ট শেষ হবে ৪ জানুয়ারি। টুর্নামেন্ট শেষ করে বিপিএলে যোগ দেবেন তিনি। এদিকে ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল। যদি হেলসের দল ফাইনালে ওঠে, তাহলে শুরুর কয়েকটি ম্যাচ মিস করবেন তিনি। যে কারণে বিকল্প হিসেবে গুরবাজকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি।
অবশ্য গুরবাজও আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন। তবে দুজনের মধ্যে যেকোনো একজনকে টুর্নামেন্টের শুরুর থেকেই পাওয়ার প্রত্যাশা করছে ফ্রাঞ্চাইজিটি।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ বলেন, ‘তারা দুজনেই আইএল টি-টোয়েন্টিতে আছেন। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৪ জানুয়ারি। সেই ক্ষেত্রে অ্যালেক্স আগে আসতে পারছে নাকি পারছে না তা নিয়ে কিছুটা দ্বিধা আছে। সে কারণে আমরা বিকল্প হিসেবে আরেকজন বড় ওপেনার নিয়ে রেখেছি। আশা করি তাদের মধ্যে যেকোন একজন চলে আসবে।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। এরপর ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
২০২৬ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড–
সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ এবং রহমানউল্লাহ গুরবাজ।
নিলাম থেকে : শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, ময়নুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইদ আকবরী।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/বিটি