ভারতের জার্সি গায়ে ফের চেনা ছন্দে ফিরেছেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে মাত্র ৫৬ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এই তরুণ ব্যাটার।
শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন আমিরশাহির অধিনায়ক ইয়ায়িন কিরণ রাই। সুযোগ কাজে লাগিয়ে শুরু থেকেই মাঠে দাপট দেখায় টিম ইন্ডিয়া— বিধ্বংসী ইসিংস খেলেন বৈভব।
অধিনায়ক আয়ুষ মাত্র ১১ বলে ৪ রান করে ফিরলেও উইকেটের এক প্রান্ত আঁকড়ে ধরে ইনিংস গড়তে থাকেন বৈভব।
ম্যাচে শুরুর দিকে সাবধানী ব্যাটিং করলেও সেট হওয়ার পর প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন ভারতের এই ব্যাটার। ২০ ওভারের খেলার গতিতে রান তোলেন। তিন নম্বর ব্যাটার অ্যারন জর্জের সঙ্গে প্রায় ২০০ রানের জুটিও গড়ে তোলেন, যেখানে প্রাধান্য ছিল বৈভবের দাপট।
সেঞ্চুরির পথে ৫টি চার ও ৯টি ছক্কা মারেন বৈভব। তিন অঙ্ক ছোঁয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। স্ট্রাইক রেট ছাড়িয়ে যায় ১৮৫-এর ঘর। ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলেন তিনি। তার তাণ্ডবে ৫০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪৩৩ রান।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/এনজি