Connect with us
ক্রিকেট

বিগ ব্যাশে রিশাদের ম্যাচ কবে, কখন? পূর্ণাঙ্গ সময়সূচি

Rishad Hossain, Hobart Hurricanes
হোবার্ট হারিকেনসে রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

বিগ ব্যাশ লিগে খেলতে ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পা দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার রিশাদ হোসেন। তার দল হোবার্ট হারিকেনসের হয়ে ফটোসেশনও সেরেছেন। এখন অপেক্ষা মাঠে নামার।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হারিকেনসের জার্সি গায়ে চাপিয়ে ছবি পোস্ট করে রিশাদ লিখেছেন, অবশেষে হোবার্ট হারিকেনসের জার্সি পরলাম। দারুণ লাগছে। এখন চোখ ম্যাচে।

এদিকে ২০২৫–২৬ মৌসুমের বিগ ব্যাশ আসর শুরু হবে দুদিন পর (১৪ ডিসেম্বর) পার্থ স্করচার্স–সিডনি সিক্সার্স ম্যাচ দিয়ে। রিশাদের দল হোবার্ট হারিকেনস প্রথম ম্যাচে মাঠে নামবে ১৬ ডিসেম্বর।



এবারের আসরে খেলছে ৮ দল। তাদের মধ্যে রয়েছে— অ্যাডিলেড স্ট্রাইকার্স, ব্রিসবেন হিট, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স, সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স, হোবার্ট হারিকেনস ও পার্থ স্করচার্স। লিগ পর্বে সব দল মোট ১০টি করে ম্যাচ খেলবে।

রিশাদের লিগ– পর্বের ১০ ম্যাচের মধ্যে ৮টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। বাকি দুটি ম্যাচ বিকেল ৪টা ও সকাল ৯টায়।

হোবার্ট হারিকেনসের শেষ গ্রুপ ম্যাচ ১৪ জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে। প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ২১–২৫ জানুয়ারি, আর শিরোপা নির্ধারণী ম্যাচ ২৫ জানুয়ারি।

আগের মৌসুমেও হারিকেনস দলে ছিলেন বাংলাদেশি এই লেগস্পিনার কিন্তু সেবার খেলার সুযোগ পাননি।

হোবার্ট হারিকেনস–এর ম্যাচসূচি (বাংলাদেশ সময়)

তারিখ প্রতিপক্ষ   সময়
১৬ ডিসেম্বর সিডনি থান্ডার বেলা ২:১৫
১৮ ডিসেম্বর মেলবোর্ন স্টার্স বেলা ২:১৫
২১ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস বেলা ২:১৫
২৬ ডিসেম্বর পার্থ স্করচার্স বিকেল ৪:১৫
২৯ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস বেলা ২:১৫
১ জানুয়ারি পার্থ স্করচার্স বেলা ২:১৫
৩ জানুয়ারি সিডনি থান্ডার বেলা ২:১৫
৯ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্স বেলা ২:১৫
১১ জানুয়ারি সিডনি সিক্সার্স সকাল ৯:০৫
১৪ জানুয়ারি ব্রিসবেন হিট বেলা ২:১৫

 

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট