আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ভারতে আসছেন— এটি পুরোনো খবর। নতুন খবর হলো, মেসির আগমনে ভক্তদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন সমর্থকরা।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে শনিবার হায়দরাবাদে পৌঁছাবেন মেসি। তার আগমন কেন্দ্রকরে ইতোমধ্যে শহরে উৎসবের আমেজ দেখা গেছে। এর মধ্যে ভক্তদের সুখবর দেওয়া হয়েছে, হায়দরাবাদে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন মাত্র ১০০ ভাগ্যবান ভক্ত। তবে সেই সুযোগ পেতে হলে খরচ করতে হবে মোটা অঙ্কের টাকা- প্রায় ৯.৯৫ লক্ষ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা।
হায়দরাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেস হোটেলে এই ‘মিট-অ্যান্ড-গ্রীট’ সেশন অনুষ্ঠিত হবে। আগ্রহীদের বিশেষ অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করতে হবে।
এদিকে মেসির ভারতে পৌঁছানোর কথা শনিবার (১৩ ডিসেম্বর) সকালে। প্রথম গন্তব্য কলকাতা, যেখানে তার এক বিশাল ভাস্কর্যের উন্মোচন করা হবে। এরপর যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি প্রীতি ম্যাচ খেলবেন তিনি।
কলকাতা থেকে মেসি যাবেন হায়দরাবাদে, সেখান থেকে মুম্বাই এবং শেষ গন্তব্য দিল্লি। ১৫ ডিসেম্বর তার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
হায়দরাবাদে পৌঁছে শনিবার বিকেলে উপল স্টেডিয়ামে হাজির হবেন মেসি। সেখানে আয়োজিত হবে তিন ঘণ্টাব্যাপী একটি বিশেষ অনুষ্ঠান, যার অংশ হিসেবে ২০ মিনিটের একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবেন তিনি।
মেসির সঙ্গে এই সফরে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রদ্রিগো ডি পল এবং তার দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজ।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/এসএ