বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। আসন্ন দ্বাদশ আসর দিয়ে বিপিএলে অভিষেক হতে যাচ্ছে এই ফ্রাঞ্চাইজিটির। বিপিএলে নোয়াখালীর একটি ফ্রাঞ্চাইজির অংশগ্রহণ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেক আগে থেকেই৷ অবশেষে নোয়াখালী বিপিএলে আসায় ফ্রাঞ্চাইজিটি নিয়ে বেশ আলোচনাও চলছে।
বিপিএলে প্রথমবার অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস বেশ শক্তিশালী একটি দল গঠন করেছে। নিলামের পরও বিদেশি তারকাদের দলে নিয়ে শক্তি বাড়াচ্ছে ফ্রাঞ্চাইজিটি। দেশি ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার, জাকের আলী অনিক, পেসার হাসান মাহমুদ, উঠতি তারকা হাবিবুর রহমান সোহানরা আছেন। বিদেশিদের মধ্যে কুশল মেন্ডিস, জনসন চার্লস, মোহাম্মদ নবি, হায়দার আলীর মতো তারকারা আছেন।
বিপিএলের এবারের আসরে নোয়াখালীর অধিনায়ক কে হবেন সেটা নিয়ে বেশ আলোচনা চলছে। দেশি ক্রিকেটারদের মধ্যে আলোচনায় রয়েছে সৌম্য ও জাকের আলীর নাম। তবে আফগান অলরাউন্ডার নবিকে দলে ভেড়ানোর পর তার অধিনায়ক হওয়ার গুঞ্জনও তৈরি হয়েছে।
তবে জাকের অধিনায়ক হচ্ছেন না তা জানিয়ে দিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক বজলুর রহমান রতন। অধিনায়ক হিসেবে বিদেশিদের এগিয়ে রাখছেন তিনি। সেক্ষেত্রে তার পছন্দ নবি কিংবা মেন্ডিস। আর দেশি ক্রিকেটারদের মধ্যে সৌম্যকে প্রধান্য দিচ্ছেন রতন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে নোয়াখালী। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন রতন।
তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে জাকের আলীকে আমার পছন্দ না। নেতৃত্বে আমি জাকেরের থেকে নবি বা কুশাল মেন্ডিসকে চাইবো। আমাদের ম্যানেজমেন্ট চেষ্টা করব তাদেরকে দায়িত্ব দেওয়ার। তবে অধিনায়ক হিসেবে আমাদের তো দুই তিনটা চয়েজ আছে। যেহেতু আমাদের কোচ খালেদ মাহমুদ সুজন আছেন, আমাদের একটা প্ল্যান আছে ওনাকে সাজেশন দেওয়ার আছে। আমাদের সৌম্য সরকারও আছে।’
২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড :
সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, হাবিবুর রহমান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হায়দার আলী, মোহাম্মদ নবি, শাহাদাত হোসেন দিপু, হাসান মাহমুদ,মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান।
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/বিটি