কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে চলমান অনূর্ধ্ব-১৯ নারী সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছিল হার দিয়ে। পরের দুই ম্যাচে টানা জয়ে সিরিজে লিড নিয়েছিল স্বাগতিকরা। তবে চতুর্থ ম্যাচে ফের হারের মুখ দেখল লাল-সবুজের দল। তাতে সিরিজে ২-২ সমতা ফিরেছে। সিরিজ নির্ধারিত হবে পঞ্চম ও শেষ ম্যাচে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বড় পুঁজি নিয়েও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
প্রথম তিন ম্যাচে আগে ব্যাট করা পাকিস্তান আশির ঘরেই থেমেছে। তবে আজ বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রানের পুঁজি পায়। তবে ছয়ের বেশি ইকোনমিতে রান তুলেও জিততে পারেনি স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে ৫৮ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। এরপর অধিনায়ক ইমান নাসির ও ফিজ্জা ফিয়াজের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। দলের পক্ষে ৩১ বলে ৫২ রান দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেন ফিয়াজ। ৫ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।
ব্যাট হাতে দারুণ করেছেন দলটির অধিনায়ক ইমান নাসির। ৪৭ বলে ৪ চারের মারে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ১০ বলে এ চার ও ২ ছক্কায় ২০ রানের ঝোড়ো ক্যামিও খেলেন কমল খান। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন জেরিন তাসনিম লাবন্য। এছাড়া একটি উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন অচেনা জান্নাত এমান্তা। এছাড়া মায়মুনা নাহের স্বর্ণামনি ৩৩ বলে ২৪ এবং সুমাইয়া আক্তার সুবর্ণা ২১ বলে ২০ রান করেন। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন রোজিনা আক্তার ও মোমেনা খালিদ। এছাড়া একটি উইকেট নেন শেহর বানু।
আগামী ১২ ডিসেম্বর একই ভেন্যুতে সিরিজ নির্ধারনী পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১২৬/৭ (২০ ওভার)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ১২৭/৪ (১৮.১ ওভার)
ফলাফল : পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা : ফিজ্জা ফিয়াজ
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/বিটি