পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম অস্ট্রেলিয়া। এবার অজি শিবিরে বড় একটি স্বস্তির খবর; কোমরের ইনজুরির কারণে দীর্ঘদিন পর দলে ফিরেছেন প্যাট কামিন্স। আগামী ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া অ্যাডিলেড ওভালে তৃতীয় টেস্টের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে তাকে রাখা হয়েছে।
এর আগে ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর জুলাই থেকেই তিনি ‘লম্বার স্ট্রেস’-এ ভুগছিলেন।
এদিকে পেসার জশ হ্যাজলউডকে আনুষ্ঠানিকভাবে পুরো সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। গত মাসে শেফিল্ড শিল্ডে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি পার্থ ও ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম দুই টেস্টেও খেলতে পারেননি। গত সপ্তাহে তার অ্যাকিলিস টেন্ডনে নতুন করে চোট লাগায় পরিস্থিতি আরও জটিল হয়।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন- হ্যাজলউড পুরো টেস্ট গ্রীষ্মেই আর খেলতে পারবেন না। তাকে টি–২০ বিশ্বকাপ (ফেব্রুয়ারি–মার্চ ২০২৬)–এর আগে ফিরিয়ে আনাই এখন টিম অস্ট্রেলিয়ার লক্ষ্য।
কামিন্স ফিরতেই নেতৃত্বভার ছাড়ছেন স্টিভ স্মিথ। তিনি আবার সহ–অধিনায়কের দায়িত্বে ফিরে যাবেন।
এবছর অ্যাশেজে দুর্দান্ত ফর্মে রয়েছে অজিরা। বিপরীতে, সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারায় বারবার ব্যর্থ হচ্ছে টিম ইংল্যান্ড।
উসমান খাজার প্রত্যাবর্তন
অজি তারকা ক্রিকেটার উসমান খাজাও দলে ফিরেছেন। প্রথম টেস্টে খেললেও ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। সম্পূর্ণ সেরে ওঠার সময় দেওয়ায় দ্বিতীয় টেস্টে একাদশে রাখা হয়নি তাকে। তার অনুপস্থিতিতে জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড নতুন ওপেনার হিসেবে নামেন।
কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছেন- খাজাকে মিডল অর্ডারে ব্যাট করানো হতে পারে। ৩৮ বছর বয়সী এই ব্যাটার কোন পজিশনে নামবেন, সেটিই এখন দেখার বিষয়।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড এবং বো ওয়েবস্টার।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/এসএ