বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দেশে প্রস্তুতি সেরে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার পথে তিনি। এবার বিগ ব্যাশ খেলতে আর কোনো বাধা নেই তার। কারণ বিসিবির অনাপত্তিপত্র আগেই হাতে পেয়েছেন, তাই বিপিএল নিলামেও তার নাম রাখা হয়নি। আগামী ১৬ ডিসেম্বরের ম্যাচে দেখা যাবে রিশাদকে।
হোবার্টে এবার বিদেশি ক্রিকেটার তিনজন, আর তাদের দুজনই লেগ স্পিনার। রিশাদ ছাড়াও দলে আছেন ইংলিশ স্পিনার রেহান আহমেদ এবং অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস জর্ডান। ড্রাফটে প্রথম কলেই জর্ডানকে দলে নেয় হোবার্ট। গত দুই মৌসুমে দলটির হয়ে নিয়মিত পারফর্ম করেছেন তিনি। গত মৌসুমে তার উইকেট ছিল ৭টি, তার আগের মৌসুমে ছিল ৯টি। ডেথ ওভারে এবারও তার কাঁধেই থাকবে গুরু দায়িত্ব।
হোবার্টের দ্বিতীয় কলে ডাকা হয় রিশাদকে। পরপর দুইবার বিদেশি ড্রাফটে তাকে নেওয়া হয়েছে, যা স্পষ্ট করে যে এই লেগ স্পিনারকে নিয়ে হোবার্টের আলাদা পরিকল্পনা আছে। এর আগেরবার ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি তিনি। চতুর্থ রাউন্ডে দলে যোগ দেন রেহান আহমেদ। ফলে তিন বিদেশির মধ্যে দুইজনই লেগ স্পিনার, দুজনই ব্যাটিংয়ে কিছুটা অবদান রাখতে পারেন।
রেহান সাম্প্রতিক সময়ে চোটে পড়লেও ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, তা তার বিগ ব্যাশে খেলায় বাধা হবে না। সব ধরনের টি–টোয়েন্টিতে তার ম্যাচ সংখ্যা ৮৬টি, ফিফটি দুটি, স্ট্রাইক রেট ১২৩.৮৩। প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ছয়টি সেঞ্চুরি। অন্যদিকে রিশাদের টি–টোয়েন্টি ম্যাচ ৯৬টি, ফিফটি ১টি, স্ট্রাইক রেট ১৩৪.৩৯।
এদিকে হোবার্টের অধিনায়কত্ব করেছেন পেসার নাথান এলিস। এবার তার নেতৃত্বেই মাঠে নামবে দল। স্কোয়াডে আরও আছেন ইয়ান কার্লিসে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার ও ম্যাক রাইট।
আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে নতুন মৌসুমের বিগ ব্যাশ। রিশাদের দল হোবার্ট হারিকেনস মাঠে নামবে ১৬ ডিসেম্বর। এখন রিশাদকে তার দল ও টিম ম্যানেজমেন্ট কোন ভূমিকায় ব্যবহার করবে সেটাই ভক্ত সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/টিএ