Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৬ নিলামে সবচেয়ে বয়স্ক পাঁচ ক্রিকেটার

Five oldest player in IPL auction
আইপিএল নিলামে বয়স্ক পাঁচ ক্রিকেটার। ছবি: সংগৃহীত

আইপিএল ২০২৬-কে কেন্দ্র করে ইতিমধ্যেই দলগুলো তাদের মত করে গোছানো শুরু করেছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা এবারের আইপিএল নিলাম। নিলামে অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে নজর কাড়বে পাঁচজন ক্রিকেটার। বয়স ত্রিশের ঘর পেরোলেও তারা আবার নিজেদের নাম জমা দিয়েছেন আইপিএলের আসন্ন নিলামে।

এক নজরে পাঁচজন ক্রিকেটারের আইপিএল ক্যারিয়ার ও পারফরম্যান্স

১। ডোয়াইন প্রিটোরিয়াস
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসের বয়স এখন ৩৭। চোটের কারণে ক্যারিয়ার দেরিতে এগোলেও ধারাবাহিকভাবে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে এখনও দক্ষিণ আফ্রিকার সেরা টি–টোয়েন্টি বোলিং রেকর্ডটি তার দখলে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২২ ও ২০২৩ সালে সাত ম্যাচে ছয় উইকেট নেন। এবার ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে থাকছেন তিনি।



২। কার্ন শর্মা
৩৮ বছর বয়সী এই ভারতীয় লেগ স্পিনার কার্ন শর্মাও আছেন এই তালিকায়। ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদ তাকে ৩.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছিল। তখনো তিনি ছিলেন আনক্যাপড। পরে এমআই, সিএসকে, আরসিবির হয়ে খেলেছেন। আইপিএলে তার ক্যারিয়ারে আছে ৯০ ম্যাচে ৮৩ উইকেট। ২০২৫ সালে মুম্বাইয়ের হয়ে ছয় ম্যাচে সাত উইকেট নেন। এবার তাকে ছেড়ে দিতে পারে এমআই।

৩। উমেশ যাদব
ভারতের অভিজ্ঞ পেসার উমেশ যাদবের বয়সও ৩৮। আইপিএলে তিনি এখন পর্যন্ত ১৪৮ ম্যাচে ১৪৪ উইকেট নিয়েছেন। দিল্লির হয়ে ২০১২, আরসিবির হয়ে ২০১৮ এবং কেকেআরের হয়ে ২০২২ মৌসুমে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। চোটের কারণে ২০২৫ সালে দল পাননি। এবার তার ভিত্তিমূল্য ১.৫ কোটি রুপি।

৪। রিচার্ড গ্লিসন
ইংল্যান্ডের রিচার্ড গ্লিসনের বয়সও ৩৮। ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেকে টানা তিন ভারতীয় ব্যাটারকে আউট করে আলোচনায় আসেন তিনি। ২০২৪ সালে সিএসকের হয়ে তিনি আইপিএলে খেলেছিলেন। এবার তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।

৫। জলজ সাক্সেনা
সবচেয়ে বয়স্ক জলজ সাক্সেনা, বয়স ৩৯। রনজি ট্রফিতে ৬ হাজার রান ও ৪০০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার তিনি। আইপিএলে বড় ভূমিকা না পেলেও মুম্বাই, পাঞ্জাব, বেঙ্গালুরুর হয়ে দলে ছিলেন। এবার ৪০ লাখ রুপিতে নিলামে উঠবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট