Connect with us
ক্রিকেট

বিগ ব্যাশ খেলতে দেশ ছাড়লেন রিশাদ, ত্যাগ করলেন বিপিএল

Rishad Hossain
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ টুর্নামেন্ট খেলতে গেলেন রিশাদ হোসেন। গতকাল সোমবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই টাইগার লেগ স্পিনার। আর বিগ ব্যাশ খেলার লক্ষ্যে এবার বাংলাদেশের সবথেকে বড় ঘরোয়া টুর্নামেন্ট–বিপিএলকে ত্যাগ করলেন রিশাদ।

গতকাল রাতে দেশ ছাড়ার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ছবি প্রকাশ করেছেন রিশাদ হোসেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিবিএল (বিগ ব্যাশ লিগ) ডাকছে। এই যাত্রা শুরু করার সাথে সাথে প্রার্থনা, ভালোবাসা এবং ইতিবাচক শক্তি কামনা করছি।’

বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের জার্সিতে আসন্ন টুর্নামেন্টে খেলবেন রিশাদ। এই দলের হেড অব স্ট্র‍্যাটেজি হিসেবে আছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। তার তত্ত্বাবধানেই বিগ ব্যাশ খেলবেন বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার। যার ফলে বিপিএল খেলা হবে না ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের।



এর আগে বিপিএলের গেল আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন রিশাদ। যেখানে বেশিরভাগ ম্যাচেই সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। অবশ্য টুর্নামেন্টের ফাইনালে রিশাদের ঝলকেই জিতেছিল বরিশাল। এবার আর তিনি বিপিএলে দল পাওয়ার অপেক্ষা করলেন না। বিগ ব্যাশের ড্রাফট থেকে সুযোগ পেয়েই নিয়েছেন বিসিবির ছাড়পত্র।

জানা গেছে বিগ ব্যাশের সম্পূর্ণ টুর্নামেন্টের জন্যই তাকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই দলটির হয়ে সকল ম্যাচ খেলা শেষেই দেশে ফিরবেন তিনি। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হোবার্ট হারিকেন্সের শেষ ম্যাচ ১৪ জানুয়ারি। এরপর পরবর্তী রাউন্ডে উঠতে পারলে বাড়বে ম্যাচের সংখ্যা। টুর্নামেন্ট শেষ হবে ২৫ জানুয়ারি।

এদিকে আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ–বিপিএল শেষ হবে আগামী বছরের ২৩ জানুয়ারি। অর্থাৎ বলাই যায়, বিদেশি লিগ খেলতে দেশের সবথেকে বড় টুর্নামেন্ট ছেড়ে দিলেন রিশাদ হোসেন। তবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে পারবেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট