চলমান লাতিন-বাংলা সুপার কাপের শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনার ক্লাব অ্যাতলেতিকো চার্লোন ও ব্রাজিলের ক্লাব সাও বার্নাদো। এই ম্যাচে বড় চমক রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। এই ম্যাচটি দেখতে ঢাকায় আসার কথা রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের দুই কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া ও কাফু। যদিও তাদের ঢাকায় আশা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মূলত আর্থিক সমস্যার কারণে ঝুলে আছে ক্যানিজিয়া ও কাফুর ঢাকায় আসা। তবে আয়োজকরা তাদের ঢাকায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) তাদের ঢাকা আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আয়োজকরা।
সোমবার (৮ ডিসেম্বর) লাতিন-বাংলা সুপার কাপের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের রাইজিং স্টার দল। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান।
ক্যানিজিয়া ও কাফুর ঢাকায় আসা নিয়ে তিনি বলেন, ‘এটা আসলে আগামীকাল সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করবো। সত্যি বলতে, বিষয়টা পুরোপুরি আর্থিক। এখানে কোনো লুকোচুরির কিছু নেই। আমাদের পৃষ্ঠপোষকতা নেই। যদি পৃষ্ঠপোষকতা হয়ে যায় তাহলে এটা শতভাগ নিশ্চিত। আর যদি নাহ হয় আমরা ঘোষণা করে জানিয়ে দেব।’
ক্যানিজিয়া ও কাফুর এজেন্টদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি৷ আমার এজেন্টের সাথে আজকেও কয়েকবার যোগাযোগ হয়েছে। তাছাড়া আমিও আগে সরাসরি কথা বলেছি।’
ব্রাজিলের প্রতিনিধিত্বকারী ক্লাবের বিপক্ষে চার গোল হজম করেছিল বাংলাদেশ। তবে আর্জেন্টিনার দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা। ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার দলের মান কিছুটা দুর্বল কিনা এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, ‘আসলে তারা আর্জেন্টিনার তৃতীয় স্তরের একটি দল। এই স্তরেও তাদের ওই মান হয়নি, যেটা আমরা ব্রাজিল দলের মধ্যে পেয়েছি। আমাদের মনে হয়েছিল আর্জেন্টিনার একটা তৃতীয় স্তরের ক্লাব বাংলাদেশ দলের জন্য যথাযথ প্রতিপক্ষ।’
আগামী ১১ ডিসেম্বর টুর্নামেন্টের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিলের দল। শেষ পর্যন্ত আয়োজকরা পৃষ্ঠপোষকতা পেলে জাতীয় স্টেডিয়ামে দেখা যাবে ক্যানিজিয়া-কাফুদের।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/বিটি