Connect with us
ফুটবল

আর্জেন্টিনার দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করল বাংলাদেশ

Bangladesh draw 1–1 against the Argentina team.
ঘরের মাঠে আর্জেন্টিনার দলকে রুখে দিয়েছে বাংলাদেশ। ছবি- ক্রিফো স্পোর্টস

লাতিন-বাংলা সুপার কাপের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচেই বড় হারের মুখে পড়ে স্বাগতিক বাংলাদেশ ‘রাইজিং স্টার’ দল। ব্রাজিলের প্রতিনিধিত্বকারী ক্লাব সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলে হেরে যায় তারা। তবে দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনার প্রতিনিধিদের বিপক্ষে জয়ে রাঙাতে না পারলেও ড্র আদায় করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

আজ সোমবার (৮ ডিসেম্বর) দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনা ক্লাব অ্যাতলেতিকো চার্লোনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিতে একমাত্র গোলটি করেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ।

এদিন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের চার মিনিটেই ইব্রাহিম নেওয়াজের দুর্দান্ত এক গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর লিড বাড়াতে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ২২ মিনিটের মাথায় লিড দ্বিগুণ হতে পারতো। তবে মানিকের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে প্রথমার্ধের বাকিটা সময় লিড ধরে রেখেই বিরতিতে যায় স্বাগতিকরা।



বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনার প্রতিনিধিরা। তাতে সাফল্যও পায় তারা। ম্যাচে ৫০ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে সমতায় ফেরে লাতিনের পরাশক্তিরা। এরপর জয়সূচক গোলের খোঁজে নামে দুই দল। ম্যাচের বাকিটা সময় দুই দলের মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ পর্যন্ত গোল পায়নি কেউই। তাতে ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাচটি।

পুরো ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলেছেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম। মিডফিল্ডে আধিপত্য ছিল তার। ব্রাজিলের দলের বিপক্ষে ভালো খেলেন তিনি। কিন্তু সেই ম্যাচে কোনো গোলের দেখা পাননি। তবে আর্জেন্টিনা ক্লাবটির বিপক্ষে ৪ মিনিটেই পেয়ে যান সেই কাঙ্ক্ষিত গোল। সবমিলিয়ে এই সুপার কাপে বাংলাদেশের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন ইব্রাহিম।

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল