টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। তবে ৩ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়তে হলো লোকেশ রাহুলের দলকে।
দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সেদিন নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করেছিল লোকেশ রাহুলের ভারত। এ কারণেই আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তির রায় দিয়েছেন। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হলে বাকি থাকা প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়ে থাকে।
ভারতীয়রা ২ ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
রায়পুরের সেই ম্যাচে বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি এবং অধিনায়ক রাহুলে ঝোড়ো ৬৬ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান করে ভারত।
ফলে সফরকারী প্রোটিয়াদের লক্ষ্য দাড়ায় ৩৫৯ রান।এইডেন মার্করামের সেঞ্চুরি ও ব্রেভিস এবং ব্রেটকির ফিফটিতে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই পাহাড়সম রান টপকে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজের শেষ ওয়ানডেতে আর্ট উইকেটের বড় জয় নিয়ে তিন ম্যাচে সিরিজে ২-১ ব্যবধানে জেতে স্বাগতিক ভারত।
দীর্ঘ সফরে আসা প্রোটিয়ারা টেস্ট ও ওয়ানডে সিরিজের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামীকাল (মঙ্গলবার) কটকে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে স্বাগতিকেরা।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/এআই
