Connect with us
ক্রিকেট

টেস্টে বাংলাদেশকে নতুন ভেন্যুতে আতিথ্য দিতে চায় অস্ট্রেলিয়া

Australia want to host Bangladesh at a new venue for the Test series.
বাংলাদেশ সিরিজ দিয়ে আরেকটি ভেন্যু যুক্ত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেটে। ছবি- সংগৃহীত

দীর্ঘ দেড় যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছর দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজের একটি ম্যাচ নতুন ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা চলছে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এক ভেন্যু পেতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টাইগারদের বিপক্ষে খেলার জন্য কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা উদ্বোধন হতে পারে। এটি হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম ভেন্যু। বাংলাদেশের বিপক্ষে টেস্টের মাঠ নিয়ে একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল টাইগাররা। সেই দুটি টেস্টেও নতুন দুটি ভেন্যুতে খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল ডারউইনের মারারা ওভালের এবং নবম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল কেয়ার্নসের বুন্ডাবার্গ রাম স্টেডিয়ামের। এবার বাংলাদেশ সিরিজ দিয়ে আরেকটি ভেন্যুর অভিষেক হতে যাচ্ছে।



২০০৩ সালের সেই সফরের দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ১৩২ রানে হারিয়েছিল অজিরা। এরপর কেয়ার্নসে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৯৮ রানে হেরেছিল টাইগাররা।

সবশেষ ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে আতিথ্য দেয় অস্ট্রেলিয়া। সেই সিরিজের তিনটি ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ হয়েছিল লাল-সবুজের দল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। তবে সিরিজে সময়সূচি কিংবা ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট