সম্প্রতি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতেছে পর্তুগাল। এবার দেশটির সামনে সুযোগ রয়েছে আরও একটি বিশ্বকাপের শিরোপা জেতার। কেননা আজ বিকেলে ফিফা নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে তারা। তবে সেখানে তাদের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে ব্রাজিল নারী দল।
প্রথমবারের মতো এবারই আয়োজন হচ্ছে ফিফা নারী ফুটসাল বিশ্বকাপ। যার সেমিফাইনালে উঠেছিল চার হ্যাভিওয়েট দল। যেখানে আর্জেন্টিনাকে ৭-১ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে পর্তুগাল। আর শক্তিশালী স্পেনকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে উঠে আসে ব্রাজিল।
আজ রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে পর্তুগাল ও ব্রাজিলের মধ্যকার এই ফাইনাল ম্যাচ। যেখান থেকে নির্ধারিত হবে ফিফা নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন দল। এর আগে কখনো অনুষ্ঠিত হয়নি নারী ফুটসালের ফিফা বিশ্বকাপ।
তবে নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে ফিফা পুরুষ ফুটসাল বিশ্বকাপ। যেখানে চলতি বছর নিজেদের পঞ্চম শিরোপা জিতে নিয়েছিল ব্রাজিল পুরুষ দল। তার আগে ২০২১ সালের গেল আসরে প্রথমবারের মতো পুরুষ ফুটসালের বিশ্বকাপ জিতেছিল পর্তুগাল। এবার প্রথমবারের মতো আয়োজিত নারী ফুটসালে বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে দলটির সামনে।
চলমান টুর্নামেন্টে এর আগে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইত্যালিকে পরাজিত করেছিল পর্তুগাল। ৭-২ গোলের বড় জয়ে তারা উঠে এসেছিল সেমিফাইনালে। আর এশিয়ান দল জাপানকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করেছিল ব্রাজিল। গ্রুপ পর্বসহ গোটা টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় রয়েছে ব্রাজিল ও পর্তুগাল।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/এফএএস