বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা নেই। মাসের শেষে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএল। তার আগে এই বিরতিতে একাধিক টাইগার ক্রিকেটার গেছেন বিদেশি লিগ খেলতে। তার মধ্যে আছেন পেসার তাসকিন আহমেদও। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টি খেলতে গেছেন তিনি।
ইতোমধ্যে শুরু হওয়া এই টুর্নামেন্টে তাসকিন আহমেদ খেলবেন শারজাহ ওয়ারিয়ার্সের হয়ে। তাসকিন যোগ দেওয়ার আগে একটি ম্যাচ খেলে ফেলেছে দলটি। যেখানে নিজেদের বোলিং ব্যর্থতায় ভালো ব্যাটিংয়ের পরেও হেরেছে শারজাহ। তাই ফ্র্যাঞ্চাইজির জন্য বড় সুযোগ হতে পারেন তাসকিন। এবার সেই টুর্নামেন্ট ভালো করার জন্য তিনি দেশবাসীর কাছে চাইলেন দোয়া।
শারজা ওয়ারিয়র্সের ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে তাসকিন বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন আমি আমার দেশের নাম উজ্জ্বল করে আসতে পারি এবং এই টুর্নামেন্টটা ভালো করে শেষ করে সুস্থ থাকি যাতে সামনে আমার দেশকে আরো ভালো ভালো খেলা উপহার দিতে পারি এবং ম্যাচ জেতাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন৷’
অবশ্য ২৬ ডিসেম্বর বিপিএল শুরুর শুরুর আগেই নির্ধারিত সময়ে দেশে ফিরে আসতে হবে তাসকিনকে। বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ২৩ ডিসেম্বর পর্যন্ত বিসিবি থেকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন তাসকিন আহমেদ। এছাড়াও একই টুর্নামেন্টে খেলতে বিসিবির ছাড় পেয়েছেন মুস্তাফিজ আহমেদও।
গতকাল নিজের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসর হয়ে অসাধারণ বল করে চার ওভারে ২৬ রান খরচা ২ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। এদিকে সবকিছু ঠিক থাকলে আজ বিকেল ৪টায় শারজাহর দ্বিতীয় ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে তাসকিন আহমেদের। ২৩ ডিসেম্বর পর্যন্ত তার কাছে সুযোগ রয়েছে দলটির হয়ে ৭ ম্যাচ খেলার।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/এফএএস