Connect with us
ক্রিকেট

সাকিব–ব্রাভোর পর অনন্য মাইলফলক স্পর্শ করলেন রাসেল

Andre Russel
আন্দ্রে রাসেল। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টিতে নিজের নামটা বহু আগেই আলাদা করে লিখিয়েছেন আন্দ্রে রাসেল। চার-ছক্কার দাপট আর গুরুত্বপূর্ণ সময়ে এসে ব্রেকথ্রু এর জন্যই বিশ্বব্যাপী বিখ্যাত ছিলেন রাসেল। তবে আইপিএল থেকে বিদায় নিলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও পুরো দমে খেলছেন তিনি। আর সেই পথেই এবার নাম লেখালেন এক বিরল ক্লাবে যেখানে আছেন কেবল সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভো। তবে এক জায়গায় রাসেল দুজনকেই পেছনে ফেলেছেন।

দুবাইয়ে আইএল টি–টোয়েন্টির ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে আবুধাবি নাইট রাইডার্স হেরেছে ২ উইকেটে। কিন্তু ম্যাচের ফলের বাইরে আলোচনায় ছিলেন রাসেল। ব্যাট হাতে ২৩ বলে ৩৬ রান, এরপর বল হাতে শিমরন হেটমায়ারকে তুলে নিয়ে ছুঁলেন ব্যক্তিগত এক বড় মাইলফলক যা ছিল টি–টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০তম উইকেট।

এই উইকেটের সঙ্গে যোগ হলো আরও এক কীর্তি। স্বীকৃত টি–টোয়েন্টিতে ৫০০০ রান ও ৫০০ উইকেট এই তালিকায় আগে ছিলেন দুইজন: সাকিব ও ব্রাভো। রাসেল এখন তাদের তৃতীয় সঙ্গী। তবে পার্থক্যটা ছক্কায়। ৫০০ ছক্কার গণ্ডি তারা কেউই পেরোতে পারেননি, রাসেল পেরেছেন অনেক আগেই। ফলে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০০০ রান, ৫০০ উইকেট আর সমান সংখ্যক ছক্কার মালিক এখন শুধু রাসেলের। তবে শুধু রান ও উইকেটের সংখ্যা বিবেচনা করলে রাসেল এর মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে।



ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে রাসেল খেলে যাচ্ছেন দীর্ঘদিন ধরেই। তবে বিশ্ব ক্রিকেটে সমাদৃত ছিলেন হার্ড হিটিং ও উইকেট টেকিং বোলিংয়ের জন্য। টি–টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যান তার আগ্রাসী ব্যাটিংয়েরই প্রমাণ। ৫৭৬ ম্যাচে ৪৯৬ ইনিংসে করেছেন ৯৪৯৬ রান, স্ট্রাইক রেট ১৬৮-এর ওপরে। ছক্কার সংখ্যা ৭৭২। এমন ভারসাম্যের অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটে হাতে গোনা, আর সেটির শীর্ষ সারিতেই রাসেলের অবস্থান এখন আরও শক্তিশালী। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকলেও এভাবে খেলে যেতে থাকলে হয়তো আরও অনেক রেকর্ডই নিজের করে নেবেন এই তারকা অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট