Connect with us
ফুটবল

তিন যুগ পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল!

Argentina vs Brazil
আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। দল দুটির খেলা হলে গোটা বিশ্ব বিভক্ত হয়ে যায় দুটি ভাগে। ভক্ত সমর্থকদের মাঝে ছড়িয়ে থাকে ভিন্ন রকম এক উন্মাদনা। তবে ১৯৯০ সালের পর আর কখনো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়নি এই দুই দল। তবে এবার আসন্ন ২০২৬ বিশ্বকাপে সম্ভাবনা রয়েছে দুই দলের মহারণ দেখার।

ইতোমধ্যে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ড্র। সেখান থেকে জানা গেছে কোন গ্রুপে কার বিপক্ষে থাকছে কোন দল। যেখানে বিশ্বকাপের ‘জে’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। অপরদিকে ব্রাজিল জায়গা পেয়েছে ‘সি’ গ্রুপে। যার কারণে গ্রুপ পর্ব এবং রাউন্ড অব-৩২ এ দুই দলের মুখোমুখি হওয়ার তেমন সম্ভাবনা নেই।

তবে পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে দেখা যেতে পারে এই দুই দলের খেলা। অবশ্য তার জন্য গ্রুপ পর্বে থাকতে হবে দলগুলোকে নির্দিষ্ট কিছু অবস্থানে। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নকআউট পর্বে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়া যাবে না।



দেখে নেওয়া যাক কোন অবস্থানে থাকলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনালে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ—

আর্জেন্টিনা এবং ব্রাজিল যদি নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে ওঠে, তবে সেমিফাইনালে গিয়ে দেখা হবে উভয় দলের। আবার দুটি দলই যদি নিজেদের গ্রুপ থেকে রানার্স আপ অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থেকে পরবর্তী রাউন্ডে যায়, তবেও তাদের দেখা হবে সেমিফাইনালে।

আর যদি কোন একটা দল নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় এবং অপর দল নিজেদের গ্রুপ থেকে রানার্স আপ হয়, তবে সরাসরি ফাইনালে গিয়ে দেখা হবে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ।

এই দুটো হিসেব অনেকটা সহজেই বোঝা যাচ্ছে। তবে যদি কোন দল নিজেদের গ্রুপ থেকে তৃতীয় অবস্থান ধরে রেখে পরবর্তী রাউন্ডে যায়, তবে সেক্ষেত্রে তাদের দেখা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অথবা ফাইনাল যেকোনো রাউন্ডেই হতে পারে। তাই যদি আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের গ্রুপে প্রথম দুটি অবস্থান নির্দিষ্ট করতে না পারে, তবে কোন রাউন্ডে তাতে দেখা হবে তা আগে থেকেই বলা অনিশ্চিত।

এবারের বিশ্বকাপে গ্রুপ অব ডেথ বা এমন কঠিন কোন গ্রুপ নেই। এমনকি চার দলের গ্রুপ থেকে সর্বোচ্চ তিনটি দলও যেতে পারে পরবর্তী রাউন্ডে। তাই গ্রুপপর্ব অনেকটা সহজ বলে মনে হলেও রাউন্ড অব-৩২ এ বেশ কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হতে পারে দলগুলো। তাই সেই বাধা পেরিয়ে পরবর্তী রাউন্ড গুলোতে যেতে পারলেই প্রায় ৩৬ বছর পর বিশ্বমঞ্চে দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিলের।

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল