Connect with us
ফুটবল

আলজেরিয়ার সাথে ম্যাচ কঠিন হবে: আর্জেন্টাইন তারকা

Messi and Tagliafico
২০২২ বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে তাগলিয়াফিকো। ছবি: সংগৃহীত

দেখতে দেখতে অনুষ্ঠিত হলো ফিফা বিশ্বকাপ ড্র। ২০২৬ বিশ্বকাপের ড্র যখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঘোষণা হচ্ছিল, তখন ফ্রান্সে নিজের বাসায় বসে টুইচে লাইভ দেখছিলেন আর্জেন্টাইন তারকা নিকোলাস তাগলিয়াফিকো। স্ক্রিনের সামনে ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে আর্জেন্টিনার গ্রুপের প্রতিপক্ষদের নিয়ে সরাসরি তার প্রতিক্রিয়া জানান তিনি।

ড্র অনুযায়ী আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ম্যাচগুলো হবে ডালাস, কানসাস সিটি অথবা সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে।

অস্ট্রিয়ার নাম আসতেই তাগলিয়াফিকো বলেন, “ওরা ভালো দল, তবে পরিচিত প্রতিপক্ষ।”কিন্তু আলজেরিয়ার নাম ঘোষণার পর তার কথায় বাড়তি সতর্কতা দেখা গেল। তিনি বলেন, “আলজেরিয়ার খুব ভালো ফুটবলার আছে। তাদ্রর বিপক্ষে ম্যাচটা কঠিনই হবে। লিওঁ–তে আমার দুই আলজেরিয়ান সতীর্থ আছে; তারা স্কোয়াডে থাকবে কি না জানি না, তবে দলটা শক্তিশালী।”



ডিফেন্ডারটির মতে, এবারের বিশ্বকাপে তেমন কোনো ‘গ্রুপ অব ডেথ’ নেই। সবার শক্তিই প্রায় কাছাকাছি। “সব গ্রুপেই প্রতিযোগিতা থাকবে,” বললেন তিনি।

গ্রুপ বিশ্লেষণ শেষে তাগলিয়াফিকো জানান, তিন প্রতিপক্ষকেই হারানো সম্ভব, তবে চ্যালেঞ্জ থাকবে অস্ট্রিয়া ও আলজেরিয়া থেকে। “জর্ডানকে নিয়ে খুব ধারণা নেই, তাদের খেলা দেখিনি,” বলেন তিনি। তার মতে, গ্রুপ পার করলেই আসল পরীক্ষা শুরু— “এখন রাউন্ড অব ৩২ আছে। নকআউট পর্বই মূল লড়াই।”

স্কালোনির দলের বর্তমান অবস্থান নিয়েও আশাবাদী তাগলিয়াফিকো। তিনি বলেন, “আমরা ভালো অবস্থায় আছি। প্রতিপক্ষরা সম্মান করে। কিন্তু বিশ্বকাপে সবসময় চমক থাকে, তাই সতর্ক থাকতেই হবে।”

ভক্তদের প্রশ্ন ছিল ফাইনালে তিনি কাকে চান। এর উত্তরে তিনি জানালেন নিজের ‘স্বপ্নের ফাইনাল’ প্রতিপক্ষ  জাপান।.“জাপান খুব শক্তিশালী, নিয়মিত বিশ্বকাপে খেলে। আর তাদের ফুটবল সংস্কৃতিও আমার খুব পছন্দ,” বললেন এই ডিফেন্ডার।

প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮টি দল। ইতিমধ্যেই ড্রয়ের মাধ্যমে গ্রুপগুলো নিশ্চিত হয়েছে। আগামী শনিবার পূর্ণাঙ্গ স্যুচি প্রকাশ করবে ফিফা।

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল