আরো একবার নিজেদের হেক্সা পূরণের লক্ষ্যে বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবে ব্রাজিল। ইতোমধ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে গতকাল শুক্রবার রাতে। যেখানে নির্ধারিত হয়ে গেছে কোন গ্রুপে কার প্রতিপক্ষ হিসেবে থাকছে কোন দল, আর কবে হবে কার খেলা।
আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মোট ৪৮ দল। যেখানে ১২ টি ভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে চারটি করে দল। গ্রুপ পর্বের সকল দল খেলার সুযোগ পাবে তিনটি করে ম্যাচ। যেখান থেকে গ্রুপের শীর্ষে থাকা দুটি দল সুযোগ পাবে নকআউট পর্বের শেষ ৩২ এ খেলার।
বিশ্বকাপের ড্র থেকে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। দলগুলো খুব বড় নাম না হলেও গ্রুপপর্বের প্রতিযোগিতা ব্রাজিলের জন্য সহজ হবে না। তাই ড্র শেষেই নিজের বিশ্লেষণে সেলেসাওদের সতর্ক করে দিয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ফিফা বিশ্বকাপ শুরুর দুইদিন পর অর্থাৎ ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি।
একনজরে ব্রাজিলের সকল ম্যাচের সূচি—
| তারিখ | প্রতিপক্ষ | সময় ও ভেন্যু |
| ১৩ জুন | মরক্কো | নির্ধারণ হয়নি |
| ১৯ জুন | হাইতি | নির্ধারণ হয়নি |
| ২৪ জুন | স্কটল্যান্ড | নির্ধারণ হয়নি |
ড্র পরবর্তী সময়ে আনচেলত্তি বলেন, ‘তিনটি ম্যাচেই আমাদের জিততে হবে। মরক্কো গ্রুপের সবচেয়ে কঠিন দল, তবে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শুরুটা ভালো করতে পারলে পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস তৈরি হবে।’
ফিফা বিশ্বকাপের গেল আসরে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিল মরক্কো। আর তাই দলটিকে কোনও সুযোগ দিতে চাইবে না ব্রাজিল। কেননা টুর্নামেন্টের প্রথম ম্যাচে হোঁচট খেলে ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে ভাগ্য খারাপ থাকলে। কারণ অল্প ম্যাচের টুর্নামেন্ট হওয়ায় শুরু থেকে মোমেন্টাম পাওয়া গুরুত্বপূর্ণ।
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠবে আগামী বছরের ১১ জুন। পরবর্তী ১৯ জুলাই ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ফুটবল বিশ্বের এই মেগা আয়োজনের। যেখান থেকে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের চেষ্টায় থাকবে ব্রাজিল। অবশ্য বাছাইপর্বে বেশ কিছু ম্যাচ খেলে কষ্ট করেই মূলপর্বে এসেছে দলটি।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/এফএএস