আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ১১ জুন। ইতোমধ্যে এই টুর্নামেন্ট সামনে রেখে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেছে বিশ্বকাপ ড্র। আর সেখানেই জানা গেছে কোন গ্রুপে কার প্রতিপক্ষ হিসেবে থাকছে কোন দল।
৪৮ জাতির এই বিশ্বকাপে ১২টি ভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। যেখানে প্রতিটি গ্রুপে পড়েছে চারটি করে দল। গ্রুপ পর্বের সকল দল খেলার সুযোগ পাবে তিনটি করে ম্যাচ। যেখান থেকে গ্রুপের শীর্ষে থাকা দুটি দল সুযোগ পাবে নকআউট পর্বের রাউন্ড অব-৩২ এ খেলার।
ড্র থেকে আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। অন্যান্য দলের তুলনায় অনেকটাই সহজ গ্রুপে পড়েছে গেল বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই মনে করা হচ্ছে বড় কোন অঘটন না ঘটলে সহজেই গ্রুপ পর্ব পেরিয়ে পরবর্তী রাউন্ডে যাবে দলটি।
ফিফা বিশ্বকাপ শুরুর পাঁচ দিন পর অর্থাৎ ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আলজেরিয়া। এরপর নিজেদের পরবর্তী ম্যাচে ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলবিসিলেস্তেরা। তার গ্রুপ পর্বের শেষ ম্যাচের ২৭ জুন খেলা জর্ডানের বিপক্ষে।
একনজরে আর্জেন্টিনার সকল ম্যাচের সূচি—
| তারিখ | প্রতিপক্ষ | সময় ও ভেন্যু |
| ১৬ জুন | আলজেরিয়া | নির্ধারণ হয়নি |
| ২২ জুন | অস্ট্রিয়া | নির্ধারণ হয়নি |
| ২৭ জুন | জর্ডান | নির্ধারণ হয়নি |
এখন পর্যন্ত কোন ম্যাচের সময় এবং ভেন্যু চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। তবে তবে আর্জেন্টিনার সকল ম্যাচ কানাস শহরের অ্যারোহেড স্টেডিয়াম, আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়াম ও সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু কোন ম্যাচ কোন মাঠে তা এখনো নির্ধারিত নয়।
আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপের ৩২তম আসর। পরবর্তী ১৯ জুলাই ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ফুটবল বিশ্বের এই মেগা আয়োজনের। যেখান থেকে নিজেদের চতুর্থ ও টানা দ্বিতীয় শিরোপা জয়ের প্রত্যাশায় থাকবে আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/এফএএস