অবশেষে অপেক্ষার পালা শেষ করে সম্পন্ন হলো ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ড্র অনুষ্ঠান। তবে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এবার বাড়তি এক অধ্যায় যোগ করল ফিফা। প্রথমবারের মতো দেওয়া হলো সংস্থাটির নতুন সংযোজন শান্তি পুরস্কার। উদ্বোধনী এই সম্মাননা পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে তাকে সম্মাননা তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফার ব্যাখ্যা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত কমানো, সংকটাপন্ন পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা এবং বৈশ্বিক ঐক্য গড়ে তোলা এসব অবদানকেই এই পুরস্কারের মানদণ্ডে রাখা হয়েছে। সেই বিবেচনায় ট্রাম্পকে বেছে নেওয়ার ঘোষণা আসে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের ঠিক পরেই। মনে করা হয় যে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদান অনেক। তাছাড়া খেলার প্রতি তার যে আগ্রহ এবং কল্যাণ সাধনের প্রচেষ্টা সব মিলে এই পুরষ্কারের অন্যতম যোগ্য ব্যক্তি তিনি।
পুরস্কার হাতে নিয়ে ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি গর্বিত। তার মতে, “এটা আমার জীবনের বড় সম্মানগুলোর একটি। আমরা বহু মানুষের জীবন বাঁচিয়েছি। কঙ্গোতে যেখানে ভয়ানক মানবিক বিপর্যয় চলছিল, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছি। কোটি মানুষের জীবন বিপন্ন ছিল, আরও মানুষের জীবন শেষ হতে পারতো যদিনা আমরা এ যুদ্ধ বন্ধের উদ্যোগ গ্রহণ না করতাম। তিনি আরও বলেন ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বড় আকারে ধারণ করার আগেই আমরা থামাতে সক্ষম হয়েছি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসাও করেন তিনি। ট্রাম্প বলেন, “জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রির নতুন রেকর্ড হয়েছে। ফুটবল বা আমাদের ভাষায় সকার বিশ্বব্যাপী আরও জনপ্রিয় হচ্ছে। এখন বিশ্বটা আগের চেয়ে নিরাপদ। যুক্তরাষ্ট্রও নতুন অবস্থানে দাঁড়িয়ে আছে।” আমেরিকা এক বছর আগেও এমন অবস্থানে ছিল না। আমরা দায়িত্বে আসার পর পুরোপুরি পাল্টে দিয়েছি।
ড্র অনুষ্ঠানকে কেন্দ্র করে ফিফা এমন “শান্তি পুরস্কার” দিয়ে এবারের বিশ্বকাপ আয়োজনে ফিফা যেন আলাদা মাত্রা যোগ করল।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/টিএ