Connect with us
ফুটবল

স্পেনকে হারিয়ে ফুটসাল নারী বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

Brazil reach the Futsal Women’s World Cup final by defeating Spain.
স্পেনকে হারিয়ে ফাইনালে ব্রাজিল নারী দল। ছবি- ফিফা

চলমান ফিফা ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল পর্তুগালের কাছে হেরে বিদায় নিয়েছে লাতিনের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা হতাশ করলেও লাতিনের আরেক পরাশক্তি ব্রাজিল হতাশ করেনি। ইউরোপের পরাশক্তি স্পেনকে হারিয়ে ফাইনালে উঠেছে সেলেসাওরা। 

শুক্রবার (৫ ডিসেম্বর) আসরের দ্বিতীয় সেমিফাইনালে স্পেন নারী দলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ফাইনালে উঠেছে ব্রাজিল নারী দল। ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে ইউরোপের অন্যতম পরাশক্তি পর্তুগালের মুখোমুখি হবে সেলেসাও নারীরা।

ফিলপাইনের মানিলায় ফিলস্পোর্টস অ্যারেনায় এদিন উড়ন্ত সূচনা পায় ব্রাজিল। ম্যাচের প্রথম মিনিটেই ২ গোলের লিড পায় দলটি। ম্যাচের ৫১ সেকেন্ডে অ্যান লুইজার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এর ১০ সেকেন্ড পরেই লিড বাড়িয়ে নেয় দলটি। দ্বিতীয় গোলটি করেন আমানদিনহা।



শুরুতেই দুই গোল হলেও প্রথমার্ধের বাকি সময়টাতে আর গোলের দেখা পায়নি কেউ। গোল করার পরও একাধিক আক্রমণ চালায় ব্রাজিল। বিপরীতে স্পেনও বেশ কয়েকবার আক্রমণ করেছে। তবে গোলের দেখা পায়নি তারাও। তাতে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ায় ব্রাজিল। ম্যাচের ২৫ মিনিট ২৪ সেকেন্ডে তৃতীয় গোলটি পেয়ে যায় সেলেসাওরা। এবারের গোলটি করেন দেবরা ভ্যানিন। পরের মিনিটে ব্যবধান কমায় স্পেন। ম্যাচের ২৬ মিনিট ৬ সেকেন্ডে প্রথম গোলের দেখা পায় দলটি। স্পেনের হয়ে গোলটি করেন অ্যালে দে পাজ।

তবে ব্যবধান কমিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি স্পেন। ম্যাচের ৩২ মিনিট ১৩ সেকেন্ডে গোলের হালি পূর্ণ করে ব্রাজিল। চতুর্থ গোলটি করেন লুয়ানা রদ্রিগেজ। তিন গোলে এগিয়ে যাওয়ার পর ব্রাজিলের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। তাতে ৪-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত হয় ব্রাজিলের।

এর আগে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। আগামী রোববার (৭ ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ব্রাজিল।

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল