পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজের প্রথম ম্যাচেই সফরকারীদের কাছে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। দারুণ এক জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লাল-সবুজের দল।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তাতে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
এদিন কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
রানতাড়ায় নেমে বাংলাদেশের পক্ষে ৩৮ বলে ৩২ রান করেন ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। ইনিংসের ১৭ ওভার পর্যন্ত মাঠে ছিলেন তিনি। ৩৬ রানেই ৪ উইকেট পতনের পর একপ্রান্ত আগলে খেলা চালিয়ে যান তিনি। মিডলে এসে তাকে সঙ্গ দিয়েছিলেন ফারজানা ইসলাম মেধা। তবে ১৬ থেকে ১৮ ওভারের মধ্যে আরও ৩ টি উইকেট তুলে নেয় পাকিস্তান।
শেষ দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। এরপর সাদিয়া আক্তারের দুই চারের মারে এক ১৯তম ওভারেই ১১ রান নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১০ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন সাদিয়া। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন মেমোনা খালিদ ও আলিসা মুখতিয়ার।
এর আগে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪২ বলে ২৮ রানের ইনিংস খেলেন কোমল খান। এছাড়া জুফিশান আয়াজ ২৭ বলে ১৭ এবং রাবাইল ফারহান ৩১ বলে ১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন হাবিবা ইসলাম পিংকি।
আগামী রোববার (৭ ডিসেম্বর) একই মাঠে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ৮০/৭ (২০ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৮১/৭ (২০ ওভার)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৩ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/বিটি