আজ রাতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ড্র সামনে রেখে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। ড্রয়ের আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে শিষ্যদের ফিটনেস, বিশ্বকাপের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন স্কালোনি।
দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে হওয়া ম্যাচকে বলা হয় ‘ফিনালিসিমা’। ইউরোপ চ্যাম্পিয়ন হিসেবে স্পেন এবং কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা এবার মাঠে নামবে এই লড়াইয়ে। অক্টোবরে ইউয়েফা, কনমেবল এবং সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর বৈঠকে ২০২৬ সালের মার্চে ম্যাচটি আয়োজনের পরিকল্পনার কথা বলা হয়। তবে এখনো নির্ধারিত হয়নি চূড়ান্ত দিনক্ষণ।
বিশ্বকাপের আগে হতে যাওয়া ফিনালিসিমার দিনক্ষণ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন স্কালোনি। ফিনালিসিমা নিয়ে স্কালোনি বলেন, ‘এটা আগেই খেলা যেত। এখনো আমরা অপেক্ষায় আছি। লুইস দে লা ফুয়েন্তে (স্পেন কোচ) এর সঙ্গে একসঙ্গে ভ্রমণ করেছি; তিনিও নিশ্চিত তারিখ জানেন না। আশা করি দ্রুতই কিছু জানা যাবে।’
বিশ্বকাপের আগে আলবিসেলেস্তে কোচ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন খেলোয়াড়দের ফিটনেসে। নিজেদের শক্তির কথা জানান দিয়ে তিনি বলেন, ‘আমরা ঠিক আছি। দলটা ঠিক আগের মতোই কঠোর পরিশ্রম করছে, যেন কিছুই জেতেনি। এখন আমার একমাত্র দুশ্চিন্তা; ছেলেরা ফিট হয়ে বিশ্বকাপে খেলুক।’
আজ ড্রয়ের পরই বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চান স্কালোনি। আলবিসেলেস্তেদের কোচ বলেন, ‘আগের ড্রয়ের তুলনায় এবার আমি একটু স্বস্তিতে আছি। তখন অনেক হিসাব করেছি। এবারও ড্রয়ের পর হিসাব করব। কিন্তু যা আগের বিশ্বকাপে দেখেছি সেসব হিসাবের সবই ভুল প্রমাণিত হয়েছে। ভালো কিছু করতে হলে সেরা দলগুলোকে তো যাই হোক মোকাবিলা করতেই হবে। এই বিশ্বকাপে অনেক শক্তিশালী দল থাকবে।’
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/এআই