ব্রাজিলের ফুটবল ক্লাব সাও বার্নার্দোর বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে এএফবি লাতিন-বাংলা সুপার কাপ। ঢাকায় অনুষ্ঠিত এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রাজিল ছাড়াও অংশ নিয়েছে আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লোনের বয়সভিত্তিক দল।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ব্রাজিলের প্রতিনিধিদের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়াম মাঠে নামবে অনূর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে গঠিত বাংলাদেশের বিশেষ দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। এরপর আগামী ৮ ডিসেম্বর আর্জেন্টাইন প্রতিনিধিদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। জানা গেছে নিজ দেশের জার্সি গায়েই খেলবেন আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান ফুটবলাররা।
লাতিন-বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় এসেছেন প্রবাসে থাকা বীতশোক চাকমা, কাসপার হক, ইব্রাহীম নাওয়াজ ও ইশান মালিকরা। সবার কাছে এবারের মঞ্চটি নিজেদের জাত চেনানোর। এছাড়াও দলে রাখা হয়েছিল জাতীয় দলে খেলা কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামদের নামও। তবে ক্লাব ও ব্যক্তিগত ব্যস্ততায় এই ম্যাচগুলো খেলা হচ্ছে না তাদের।
বাংলাদেশের প্রতিনিধি দলের অধিনায়ক করা হয়েছে বীতশোক চাকমাকে। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমি খুব রোমাঞ্চিত। আশা করি, ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে আমরা ভালো খেলা উপহার দিতে পারব। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব দুই ম্যাচে। ম্যাচ সহজ হবে না, তবে আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব।’
তিন দলের এই সুপার কাপে অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় পা রেখেছে আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্স ভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দল। পরের দিন এসেছে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব-২০ দল। টুর্নামেন্টে বাংলাদেশ দলের নাম দেওয়া হয়েছে ‘রেড-গ্রিন ফিউচার স্টার’।
এদিকে আর্জেন্টিনার পঞ্চম এবং ব্রাজিলের তৃতীয় সারির ক্লাব হলেও দল দুটিকে বেশ শক্তিশালী বলে মনে করেন আয়োজক এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান। এছাড়া তিনি নিশ্চিত করেছেন ব্রাজিলের দলটির সঙ্গে বাংলাদেশে আসবেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/এফএএস