আরব আমিরাতে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই মাঠে গড়াবে যুবাদের সেরা নির্বাচনের এই টুর্নামেন্টটি। ইতিমধ্যেই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচিও প্রকাশ করেছে এসিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সব দলই নিজেদের মত করে প্রস্তুতি সারছে, আর বাংলাদেশ দলও প্রস্তুতির শেষ ধাপে। এর মধ্যেই স্কোয়াডে যুক্ত হতে চলেছেন আগের অনূর্ধ্ব–১৯ দলের পরিচিত মুখ শেখ পারভেজ জীবন।
শেখ পারভেজ জীবন ২০২৪ যুব দলে ছিলেন নিয়মিত মুখ। এরপর বয়সভিত্তিক দলে না খেললেও এইচপিতে নিয়মিতই ছিলেন তিনি। পারভেজ জীবনের বয়স মাত্র ১৯। বয়সসীমা এখনও পার না হওয়ায় তাঁকে আবারও দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে যে, আসন্ন যুব এশিয়া কাপের দলে স্পিনার জীবনকে যুক্ত করা হয়েছে।
এদিকে বাংলাদেশ দল আগামী ১০ ডিসেম্বর আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে। প্রতিযোগিতা মাঠে গড়াবে ১২ ডিসেম্বর। পাঁচ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি খেলবে মূল পর্বে। বাছাই পর্ব পেরিয়ে আসছে নেপাল, মালয়েশিয়া ও স্বাগতিক আরব আমিরাত। দুই গ্রুপে ভাগ হয়ে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল যাবে পরবর্তী রাউন্ডে।
টাইগার যুবারা প্রথম ম্যাচ খেলবে ১৩ ডিসেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। তারপর একদিন বিরতি দিয়ে ১৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে কোয়ালিফায়ার–২ থেকে উঠে আসা নেপাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দল ইতিমধ্যে ক্যাম্প শুরু করেছে।
এদিকে জীবনের অন্তর্ভুক্তি দলকে বাড়তি ভারসাম্য দেবে এমনটাই মনে করছে টিম ম্যানেজমেন্ট। তরুণ এই স্পিনার আগের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ গ্রুপ পর্বেই ভালো অবস্থান থেকে এগোতে পারবে, এমন আশাই করছে কোচিং স্টাফ।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/টিএ