Connect with us
ক্রিকেট

যুব এশিয়া কাপের আগে ছিটকে গেলেন তারকা পেসার

MD Al Fahad is ruled out ahead of the Youth Asia Cup.
গত এশিয়া কাপে সতীর্থদের সঙ্গে আল ফাহাদ। ছবি- এসিসি

এক সপ্তাহ পরেই মাঠে গড়াবে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তারকা পেসার আল ফাহাদ। ইনজুরির কারণে আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না এই পেসার।

সবশেষ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় চোটে পড়েন ফাহাদ। সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। বাকি ম্যাচগুলোতে ছিলেন না এই পেসার। তবে সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ফাহাদ। যে কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ এই পেসার। বিসিবি সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম।

Md Al Fahad_Bangladesh U19 Cricketer

গত এশিয়া কাপের শিরোপা হাতে আল ফাহাদ। ছবি- সংগৃহীত

সবশেষে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল আজিজুল হাকিম তামিমের দল। শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফাহাদ। সে আসরে ৫ ম্যাচে ১২ উইকেট শিকার করেন এই পেসার। যা ছিল আসরের সর্বোচ্চ উইকেটের শিকারের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ।



এশিয়া কাপের পরও বাংলাদেশ দলে বেশ নিয়মিত ছিলেন ফাহাদ। চলতি বছরের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন এই পেসার। এরপর ইংল্যান্ড সিরিজ ও সবশেষ আফগানিস্তান সিরিজেও ভালো পারফর্ম করেন তিনি। তবে চোটের কারণে এশিয়া কাপ খেলতে যাওয়া হচ্ছে না এই যুবা তারকার।

তবে এশিয়া কাপ খেলা না হলেও সামনে বিশ্বকাপ খেলার সুযোগ আছে ফাহাদের সামনে। এই সময়ে রিহ্যাভ প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। আগামী বছর জানুয়ারির মাঝামাঝিতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আপাতত বিশ্বকাপের জন্য প্রস্তুত হবেন এই তারকা পেসার।

এদিকে আগামী ১২ থেকে ২১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্টে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। তবে বাংলাদেশের দল এখনো ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই দল ঘোষণা করা হবে এবং ১০ ডিসেম্বর আরব আমিরাতের উদ্দেশ্য উড়াল দেবে যুবা টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট