Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ দলে পরিবর্তনের বিপক্ষে লিটন, নতুনদের নিয়ে যে ভাবনা

Litton Das
লিটন দাস। ছবি- সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসরের জন্য অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। চলতি বছর অসংখ্য টি-টোয়েন্টি১ ম্যাচ খেলেছে টাইগাররা। গত এক বছর ধরে দলের নিয়মিত সদস্য অনেকেই। তাই বিশ্বকাপেও এই দল নিয়ে খেলতে চান অধিনায়ক লিটন কুমার দাস।

সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজের পর অবসর সময় পার করছে জাতীয় দলের ক্রিকেটাররা। চলতি মাসের শেষদিকে মাঠে গড়াবে বিপিএল। তার আগে কোনো ব্যস্ততা নেই লিটনদের। এই ফাঁকা সময়ে আজ (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরার একটি স্কুলে অতিথি হয়ে যান লিটন। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি দল নিয়ে নিজের ভাবনার কথা জানান এই উইকেটরক্ষক ব্যাটার।

বিশ্বকাপের জন্য অনেকদিন ধরেই প্রস্তুত হচ্ছে টি-টোয়েন্টি দলটা। তাই বিশ্বকাপ দলেও অভিজ্ঞদের প্রাধান্য দিচ্ছেন এই টাইগার কাপ্তান। লিটন বলেন, ‘অনেকদিন ধরে যারা এই সংস্করণে খেলে আসছে৷ তাঁদের প্রাধান্যটাই বেশি। এই দলে বাড়তি খেলোয়াড়ও ঢুকবে। কিন্তু যাঁরা এতদিন ধরে এই সংস্করণে খেলছে, ভালো পারফরম্যান্স করেছে, তাদের অভিজ্ঞতাও বেশি।’



তবে নতুনদেরও বিপক্ষে নন লিটন। নতুন যারা ভালো পারফর্ম করবে, তাঁদের জন্য দলের দরজা খোলা আছে বলে জানিয়েছেন এই তারকা। লিটন বলেন, ‘সামনে বিপিএল, এটা আমাদের জন্য অনেক বড় একটা টুর্নামেন্ট। এখানে যদি কোনো খেলোয়াড় ভালো করে, সেক্ষেত্রে নির্বাচক বা কোচ সেটা বিবেচনা করবেন। তারা যদি মনে করে কোনো খেলোয়াড় দরকার তাহলে কেন নয়। সবার জন্যই জাতীয় দলের এই জায়গাটা খোলা আছে।’

বিশ্বকাপ সামনে রেখে চলতি বছর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ মিলিয়ে চলতি বছর মোট ৩০ টি টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা। এর মধ্যে ১৫ ম্যাচে জিতেছে লিটনরা। বিপরীতে ১৪ হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক সূচি নেই বাংলাদেশের। আসন্ন বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবেন লিটনরা। সেখানে নতুনদের মধ্যে কেউ ভালো পারফর্ম করলে দেখা যেতে পারে বিশ্বকাপ দলে। তবে অনেকদিন ধরে দলে থাকা অভিজ্ঞরাই বেশি প্রাধান্য পাবেন।

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট