Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের ৭ দিনের বিশেষ সেশন

Bangladesh Team
বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

আগামী বছর ফেব্রুয়ারির আগে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই । সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এ বছরটা টাইগারদের জন্য ছিল সাফল্যে ঘেরা। পাঁচটি সিরিজ বিজয় আর ১৪টি ম্যাচ জয়, সব মিলিয়ে সাফল্যে ঘেরা ছিল ২০২৫ সাল।

তবে বছরের শুরুটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। আরব আমিরাতের মতো আইসিসির সহযোগি সদস্য দেশের কাছে সিরিজ হার দিয়ে বছর শুরু করেছিল টাইগাররা। আরব আমিরাতে হওয়া ওই তিন ম্যাচ সিরিজে টাইগাররা হেরেছিল ১-২ ব্যবধানে।

আরব আমিরাতের মাটিতে অপ্রত্যাশিত ফলই শেষ নয়। মে-জুনে লাহোরে পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল লিটন দাসের দল। তবে এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়েছে টাইগাররা। নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচটি সিরিজ জিতে শেষ হলো ২০২৫ সাল।



সিরিজ জয়ের হিসেবে কোনো এক বছরই সবচেয়ে বেশি সিরিজ জিতল বাংলাদেশ। এমন সাফল্যে মোড়ানো বছরেও টিম পারফরম্যান্সে, বিশেষ করে ব্যাটিংয়ে বড় ধরনের ঘাটতি, কমতি ও দূর্বলতা রয়ে গেছে। ব্যাটিংয়ে ধারাবাহিক সফলতা অধরা রয়ে গেছে টাইগারদের। ব্যাটারদের কাছে পাওয়া যায় না বড় ইনিংস।

আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখনো ব্যাটিং লাইনআপে রয়ে গেছে বিরাট দূর্বলতা। ওপেনারদের ধারাবাহিকতা নেই; এক ম্যাচ ভাল খেলে পরের দুই-তিন ম্যাচে রান করতে পারছেন না সাইফ, তানজিদ তামিম আর পারভেজে ইমনরা। টপ অর্ডার আর মিডল অর্ডারেও রয়েছে ঘাটতি।

আগামী ৬ ডিসেম্বর থেকে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সাদা বলে জাতীয় দলের ব্যাটারদের বিশেষ ট্রেনিং। বিশেষ ট্রেনিং চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় দলের ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, এনসিএলের শেষ পর্বে যারা খেলবেন না, তাদের মধ্যে যারা সাদা বলে জাতীয় দলের পারফর্মার, তাদের নিয়ে ৭ দিনের বিশেষ ব্যাটিং অনুশীলন শুরু হবে আগামী শনিবার থেকে।

জাতীয় দলের ম্যানেজমেন্ট সূত্র মতে, হেড কোচ ফিল সিমন্স, প্রধান সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দীন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল থাকবেন এ বিশেষ ব্যাটিং ক্যাম্পের পরিচালনায়।

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট