গেল ৩০ নভেম্বর বিপিএল নিলাম থেকে ক্রিকেটার ক্রয় করে নিজেদের দল সাজিয়েছে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৬ ফ্র্যাঞ্চাইজি। যার আগে এবং পরে সরাসরি চুক্তিতে ক্রিকেটার দলে ভিড়িয়ে নিজেদের শক্তিমত্তা বাড়াচ্ছে দলগুলো। এবার সরাসরি চুক্তিতে আফগান তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে অন্তর্ভুক্ত করেছে সিলেট টাইটানস।
বর্তমানে আইএলটি-২০ খেলছেন এই আফগান ক্রিকেটার। জানা গেছে সেই ব্যস্ততা শেষ হলে বিপিএলের মাঝপথে সিলেটের ডেড়ায় যোগ দিবেন তিনি। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তির বিষয়ে জানায়নি সিলেট টাইটানস। তবে দলের বিভিন্ন সূত্রের মতে জানা গেছে ইতোমধ্যে ফাইনাল সকল আলোচনা ও চুক্তির বিষয়াদি সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন ওমরজাই। যেখানে তার ব্যাট থেকে এসেছে ৬৯৩ রান। আর স্ট্রাইকরেট ১২০। বল হাতে তিনি শিকার করেছেন ৪৩টি উইকেট। এছাড়া সবমিলিয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৫০টি। যেখানে ১৩২ স্ট্রাইকরেটে তিনি করেছেন ১৬১৯ রান। বল হাতে নিয়েছেন ১৩৭ উইকেট।
এর আগের দিন সরাসরি চুক্তিতে পাকিস্তানের ফাস্ট বোলার সালমান ইরশাদকে দলে নিয়েছে সিলেট। এছাড়া বিদেশিদের মধ্যে সরাসরি সাইনিংয়ে সিলেট নিয়েছিল দুই পাকিস্তানি সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরকে। এছাড়া নিলাম থেকে শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যারন জোন্সকে দলের সঙ্গে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার গতকাল সালমান ইরশাদের পর আজ ওমরজাইকে দলে নিল সিলেট।
সিলেট টাইটান্সের স্কোয়াড :
পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স, মোহাম্মদ আমির, সালমান ইরশাদ, আজমতউল্লাহ ওমরজাই ও সাইম আইয়ুব।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/এফএএস