অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ব্রিসবেনে প্রথম ইনিংসে বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেলেন জো রুট। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই রুটের প্রথম সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরি পেতে ১২ বছর অপেক্ষা করতে হয়েছে এই ইংলিশ ব্যাটারকে।
আজ (বৃহস্পতিবার) গ্যাব্বায় সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ৪০তম সেঞ্চুরি পূর্ণ করলেন রুট। সাবেক অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের চেয়ে মাত্র ১টি সেঞ্চুরি পিছিয়ে আছেন এই তারকা ব্যাটার। টেস্টে রিকি পন্টিংয়ের সেঞ্চুরি ৪১টি। আর একটি সেঞ্চুরি করলেই সাবেক এই অজি কিংবদন্তিকে ছুঁয়ে ফেলবেন রুট।
অবসরের আগে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের অধরা সেঞ্চুরির দেখা পাবেন রুট, এমনটাই বিশ্বাস ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ও ধারাভাষ্যকার ম্যাথু হেইডেনের। তার বিশ্বাস এতটাই দৃঢ় ছিলে যে সরাসরি বাজি ধরে বসেছেন এই অজি কিংবদন্তি।
অ্যাশেজের আগে ‘অল ওভার বার ক্রিকেট’ পোডকাস্টে হেইডেন ঘোষণা দিয়েছিলেন, রুট যদি সেঞ্চুরি না পায়, তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নগ্ন হয়ে হাঁটবেন তিনি। তবে, হেইডেন ভাগ্য বেশ ভালো, প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট।
বিসব্রেনে গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি আদায় করেছেন রুট। ১১টি চারের মারে ১৮১ বলে বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দিন শেষে ২০২ বলে ১৩৫ রানে অপরাজিত রয়েছেন তিনি।
রুটের সেঞ্চুরির পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছন হেইডেন। ইংলিশ ব্যাটারকে অভিনন্দন জানিয়ে তিনি ভিডিও বার্তায় হেইডেন বলেন, ‘অস্ট্রেলিয়াযর মাটিতে শত রান করার জন্য অভিনন্দন বন্ধু। সেঞ্চুরি পেতে তোমার একটু সময় লেগেছে, আর আমার মতো করে কেউই এতে এতটা জড়িত ছিল না। আমি তোমাকে ভালোভাবেই সমর্থন করছিলাম যেন তুমি সেঞ্চুরি করো। দশটা ফিফটির পর অবশেষে একটা সেঞ্চুরি, অভিনন্দন। দারুণ করেছ, বন্ধু। সময়টা ভালো কাটাও এবং জমিয়ে উপভোগ করো!’
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/এআই