টেস্ট ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক ইংলিশ তারকা ব্যাটার জো রুট। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় আছেন সেরা পাঁচের মধ্যেই। তবে তাঁর একটি সেঞ্চুরিও আসেনি অস্ট্রেলিয়ার মাটিতে। অবশেষে অপেক্ষার প্রহর ঘুচল ইংলিশ এই কিংবদন্তি ব্যাটারের।
এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন রুট। চলমান অ্যাশেজে পিংক বলের দিবা-রাত্রি টেস্টে পেলেন সেঞ্চুরির দেখা। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই সেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন এই তারকা।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির পর রুটের উদযাপন। ছবি- সিএ
গাব্বায় প্রথম ইনিংসের ৬৬তম ওভারে স্কট বোল্যান্ডের বলে চার মেরে মাইলফলক স্পর্শ করেন রুট। ১৮১ বলে ১১ চারের মারে বিশেষ এই সেঞ্চুরি তুলে নেন এই তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের ১৬তম টেস্টে এসে এই কীর্তি গড়লেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।
এর পাশাপাশি অস্ট্রেলিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রুট। ১৬তম ইংলিশ ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
টেস্টে এটি রুটের ৪০তম সেঞ্চুরি। তাতে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংয়ের আরও কাছে চলে এলেন তিনি। ১৬৮ ম্যাচে ৪১ সেঞ্চুরি নিয়ে তিনে আছেন পন্টিং। আর রুট ১৬০ ম্যাচে ৪০তম সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২০০ ম্যাচে ৫১ সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। এছাড়া ১৬৬ ম্যাচে ৪৫ সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/বিটি