চলমান অ্যাশেজে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন মিচেল স্টার্ক। পার্থে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তিনি নিয়েছিলেন ১০ উইকেট। এবার ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির টেস্টের প্রথম দিনেই তিনি শিকার করেছেন আরও ৫ উইকেট। আর এই পথেই তিনি পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে পেছনে ফেলে নতুন বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন।
আজ গ্যাবায় মাঠে গড়িয়েছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। যেখানে টেস্ট ক্রিকেট ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারের বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান গতিতারকা মিচেল স্টার্ক। এর আগে টেস্ট ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ ৪১৪ উইকেট ছিল ওয়াসিম আকরামের। সেই রেকর্ড ভেঙে ৪১৮ উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়লেন স্টার্ক।
নিজের বিশ্বরেকর্ড ভাঙায় ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টার্ককে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘সুপার স্টার্ক! তোমাকে নিয়ে গর্বিত। তোমার অবিশ্বাস্য পরিশ্রমই তোমাকে বাকিদের থেকে আলাদা করেছে, আর আমার উইকেটসংখ্যা ছাপিয়ে যাওয়া আসলেই সময়ের ব্যাপার ছিল। এই রেকর্ডটা তোমার কাছে যাওয়ায় আমি খুশি! সামনে আরও ভালো করো, উজ্জ্বল ক্যারিয়ারে নতুন উচ্চতায় উড়তে থাকো।’
এদিন ম্যাচ শুরুর আগে মিচেল স্টার্কের উইকেট সংখ্যা ছিল ৪১২। আজ দিনের প্রথম সেশনে অলি পোপ ও বেন ডাকেটের উইকেট নিয়ে ওয়াসিম আকরামের বিশ্বরেকর্ডে ভাগ বসান এই অজি তারকা। এরপর দ্বিতীয় সেশনে হ্যারি ব্রুককে সাজঘরে ফিরিয়ে ঐতিহাসিক এই রেকর্ড গড়েন স্টার্ক। এরপর এদিন উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্সকে আউট করে উইকেট সংখ্যা আরও বাড়ান তিনি।
টেস্ট ক্রিকেট ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে ওয়াসিম আকরাম এবং মিচেল স্টার্ক বাদে আর কেউ আজ পর্যন্ত স্পর্শ করতে পারেনি ৪০০ উইকেটের মাইলফলক। ওয়াসিম আকরাম ১০৪ ম্যাচে সংগ্রহ করেন ৪১৪ উইকেট। তাকে টপকে যেতে দুই ম্যাচ কম খেলেছেন স্টার্ক। ১১১ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৩৫৫ উইকেট নিয়েছেন লঙ্কান চামিন্দা ভাস।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/এফএএস