অ্যাশেজের মাঠে এবার নতুন ইতিহাস লিখলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ব্রিসবেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি যা এই মর্যাদাপূর্ণ সিরিজে কোনো বাংলাদেশি হিসেবে প্রথম অর্জন।
দিবারাত্রির পিংক বল টেস্টে শরফুদ্দৌলার সঙ্গে অনফিল্ডে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার নীতিন মেনন। পার্থে প্রথম টেস্টে শরফুদ্দৌলা দায়িত্বে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে, আর সেখানে একটি সিদ্ধান্তকে ঘিরে আলোচনাও হয়েছিল। ব্রেন্ডন ডগেটের বলে জেমি স্মিথ নট-আউট ঘোষিত হওয়ার পর স্নিকোমিটারে স্পাইক দেখা যায়, আর সেই ভিজ্যুয়াল অনুযায়ী সিদ্ধান্ত বদলে আউট দেন তিনি। নিয়ম অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হলেও গ্যালারির ইংলিশ সমর্থকেরা তখন অসন্তুষ্ট ছিলেন।
ব্রিসবেন টেস্টে তাঁর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। পুরো ম্যাচজুড়ে অ্যাশেজের মতো সিরিজে চাপ থাকে ভিন্ন মাত্রার, আর সেখানেই প্রথমবারের মতো অনফিল্ড দায়িত্ব পালন করছেন একজন বাংলাদেশি। দেশের আম্পায়ারিং ইতিহাসে এটি উল্লেখযোগ্য এক মুহূর্ত।
এদিকে ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড। গোলাপী বলে দিবারাত্রির এই ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টায়। গ্যাবার কন্ডিশন মাথায় রেখেই ব্যাটিং বেছে নিয়েছেন বেন স্টোকস। প্রথম টেস্টের মতো এবারও টস ভাগ্য তাঁর পক্ষেই এসেছে।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।
অস্ট্রেলিয়া একাদশ:জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মাইকেল নেসার, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, ব্রেন্ডান ডগেট।
উল্লেখ্য, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, যিনি শরফুদ্দৌলা সৈকত নামেও পরিচিত, একজন আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার এবং বাংলাদেশের একজন প্রাক্তন প্রথম-শ্রেণীর খেলোয়াড়। ২০২৪ সালের মার্চ মাসে, তিনি প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন। তিনি ২০২৩ সালে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ সহ পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন ।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/টিএ