লিওনেল মেসি তাঁর ফুটবল জীবনের সেরা কোচ হিসেবে বেছে নিয়েছেন পেপ গার্দিওলাকে। ইএসপিএনের ‘স্পোর্টসসেন্টার’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন, গার্দিওলার মতো প্রভাবশালী কোচ তিনি আর দেখেননি। শুধু তাই নন, তার ক্যারিয়ারের উত্থানের পেছনেও এই কোচের অনন্য ভূমিকা রয়েছে। এজন্যই ইতিহাস সেরা কোচ হিসেবে গার্দিওলাকেই বেছে নিয়েছেন মেসি।
মেসি জানান, গার্দিওলার মূল শক্তি তাঁর বিশ্লেষণ ক্ষমতা এবং খেলা বোঝানোর পদ্ধতি। যেকোনো বিষয় নিয়ে তিনি অসাধারণভাবে বুঝিয়ে দেন। যা পরবর্তীতে খেলোয়াড়দের মাঠে পারফর্ম করতে সাহায্য করে। এক কথায় খেলোয়াড়দের সামনে পরিকল্পনা তুলে ধরা, ম্যাচের আগে ও পরে সূক্ষ্ম প্রস্তুতি এসব মিলিয়ে গার্দিওলা অন্যদের থেকে আলাদা। মেসির মতে, ইতিহাসের সেরা কোচ যদি কাউকে বলতে হয়, তিনি গার্দিওলাকেই বলবেন।
বার্সেলোনায় তাঁদের যৌথ সময় ছিল আধুনিক ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়গুলোর একটি। সেই সময়কার কথা স্মরণ করে মেসি বলেন, কোচ ও দলের মধ্যে যে সমন্বয় হয়েছিল, তা অনেক দলের কাছেই ছিল অসাধারণ এক মানদণ্ড। শুধু বার্সেলোনা নয়, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতেও গার্দিওলা ক্লাবগুলোর খেলার ধরণ পাল্টে দিয়েছেন এ কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, গার্দিওলা এমন একজন কোচ যিনি ক্লাবগুলোতে যাওয়ার পরে তাদের খেলার ধরণ, মানদন্ড সবকিছুই পালটে দিয়েছেন।
মেসি জানান, প্রথমে গার্দিওলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তেমন ছিল না। কিন্তু বার্সেলোনার প্রধান কোচ হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক বদলে যায়, আর সেখান থেকেই শুরু হয় একের পর এক সাফল্যের গল্প। তাকে বিভিন্নভাবে, বিভিন্ন সময় সহযোগিতাও করেছেন গার্দিওলা।
সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ প্রসঙ্গও উঠে আসে। মেসি বলেন, বর্তমান আর্জেন্টিনা দল লড়াই চালিয়ে যাবে, তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের কঠিনতা আলাদা। সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভুল যত কম করা যাবে দল ততই সাফল্য পাবে। তাই পুরো দলকে সাবধানী ও প্রস্তুত থাকতে হবে।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/টিএ