ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড। গোলাপী বলে দিবারাত্রির এই ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টায়। গ্যাবার কন্ডিশন মাথায় রেখেই ব্যাটিং বেছে নিয়েছেন বেন স্টোকস। প্রথম টেস্টের মতো এবারও টস ভাগ্য তাঁর পক্ষেই এসেছে।
পার্থে সিরিজের প্রথম ম্যাচ দুই দিনেই শেষ হয়েছিল। অস্ট্রেলিয়ার বোলাররা দুই ইনিংসেই দাপট দেখালেও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলাররা আর সেভাবে সুবিধা করতে পারেনি। ট্রাভিস হেডের ৮৩ বলে ১২৩ রানের ইনিংস সেই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছিল।
ব্রিসবেনে নামার আগে দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়া দলে নেই উসমান খাজা ও নাথান লায়ন। তাঁদের জায়গায় এসেছেন জস ইংলিস ও মাইকেল নেসার। ইংল্যান্ড বাদ দিয়েছে মার্ক উডকে, ফিরেছেন অলরাউন্ডার উইল জ্যাকস।
টস জয়ের পর স্টোকস জানান, শুরুতেই রান বোর্ডে তুলতে চান তারা। গোলাপী বলের আলো–ছায়ার কন্ডিশন সামনে রেখে অতিরিক্ত প্রস্তুতির সুযোগ কাজে লাগাতে চাইছে দল। পিচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রথম সেশন কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ব্যাটসম্যানরা শুরুটা ভালো করতে পারলে পরে ম্যাচ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা সম্ভব। কামিন্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তকে তিনি ঝুঁকি এড়ানো বলেই ব্যাখ্যা করেছেন। গোলাপী বলে আলোতে বোলিং সুবিধাজনক হবে বলে মনে করছেন তিনিও।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।
অস্ট্রেলিয়া একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মাইকেল নেসার, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, ব্রেন্ডান ডগেট।
এদিকে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট এবং ওয়ান ডাউনে নামা অলি অপ শূন্য রানে আউট হয়েছেন। দ্রুত দুই উইকেট হারিয়ে জ্যাক কাওয়ারলি ও জো রুটের পার্টনারশিপে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/টিএ