যুব হকি বিশ্বকাপে গ্রুপ পর্বে টিকে থাকতে না পারায় বাংলাদেশ এখন খেলছে ১৭–২৪তম স্থান নির্ধারণী পর্বে। এই ধাপের প্রথম প্রতিপক্ষ ওমান। বাংলাদেশ সর্বশেষ খেলেছিল চেন্নাইয়ে কিন্তু ওমানের বিপক্ষে ম্যাচটি হবে মাদুরাইয়ে, যেখানে পৌঁছাতে চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হয়েছে দলকে।
চেন্নাইয়ে গ্রুপের শেষ ম্যাচটি শেষে খুব বেশি সময় পাওয়া যায়নি। গত আসরের রানার্স–আপ ফ্রান্সের বিপক্ষে দারুণ লড়াই করেও ৩–২ গোলে হারের পর রাতের বিশ্রাম সারতেই সকাল সকাল রওনা হতে হয়েছে মাদুরাইয়ের উদ্দেশ্যে। দীর্ঘ সড়কযাত্রা শেষে বাংলাদেশ দল মাদুরায় পৌঁছায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভ্রমণের ধকল ম্যাচের প্রস্তুতিতে প্রভাব ফেলবে কি না এ নিয়ে সংশয় থাকাটাই স্বাভাবিক। তবে ম্যানেজার ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব) আশাবাদী। তিনি বলেন, তিন ম্যাচেই দল লড়াই করেছে, খেলোয়াড়রাও যাত্রা মোটামুটি স্বচ্ছন্দেই সেরেছে। তাই পরের ম্যাচেও সেই ধারাবাহিকতা দেখানোর বিশ্বাস আছে ব্যবস্থাপনায়।
এবারের আসরে অংশ নিচ্ছে ২৪ দল। গ্রুপ পর্ব থেকে ১৬ দল উঠেছে পরবর্তী রাউন্ডে, বাকি আট দল খেলছে স্থান নির্ধারণী ম্যাচ। এই গ্রুপে থাকা বাংলাদেশ তিন ম্যাচে জয় পেলে ১৭তম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ পাচ্ছে। ওমানের বিপক্ষে ম্যাচ তাই শুধু আনুষ্ঠানিক লড়াই নয় আগামী ধাপের পথও নির্ধারণ করে দেবে।
উল্লেখ্য, গত রোববার ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত পুল ‘এফ’-এর ম্যাচে কোরিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কোরিয়ার বিপক্ষে ৩–৩ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এই ড্রয়ের মধ্য দিয়েই দুই ম্যাচে এক হার ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলে এখন তৃতীয় স্থানে অবস্থান করছিল তারা। কিন্তু ফ্রান্সের সাথে লড়াই করেও হেরে যায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/টিএ