ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়ে হেরেছে দক্ষিণ আফ্রিকা। সাড়ে তিনশ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে হেরে যায় প্রোটিয়ারা। দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের সামনে আরও বড় লক্ষ্য। অনেকেই আশা করছিলেন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চলেছে ভারত। তবে সেটা হতে দিলো না প্রোটিয়ারা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এবার সফল হয়েছে সফরকারীরা।
বুধবার (৩ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাড়ে তিনশ’র বেশি রান তাড়া করে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল টেম্বা বাভুমার দল।
রায়পুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রানের পাহাড়সম পুঁজি পায় ভারত। স্বাগতিকদের হয়ে আজও সেঞ্চুরি করেন বিরাট কোহলি। ৯৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলেন এই তারকা। আগের ম্যাচে ১৩৫ রানের ইনিংস খেলেন তিনি।
ভারতের হয়ে আরেকটি সেঞ্চুরি করেন রুতুরাজ গায়কোয়াড়। ৮৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৫ রান করেন এই ব্যাটার। ব্যাট হাতে দারুণ করেছন লোকেশ রাহুলও। ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। রবীন্দ্র জাদেজা ২৪ এবং যশস্বী জয়ওয়াল ২২ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট নেন মার্কো ইয়ানসেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন এইডেন মার্করাম। ৯৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১১০ রানের ইনিংস খেলেন এই তারকা ওপেনার। ৬৪ বলে ৫ চারের মারে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন ম্যাথিউ ব্রিটজিকে।

দুর্দান্ত ব্যাটিংয়ে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন এইডেন মার্করাম। ছবি- এএফপি
মিডলে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন দেওয়াল্ড ব্রেভিস। ৩৪ বলে ১ চার ও ৫ ছক্কায় ৫৪ রান করে ফেরেন মারকুটে এই তরুণ ব্যাটার। অধিনায়ক টেম্বা বাভুমা ৪৮ বলে ৪৬ করেন। শেষদিকে ১৫ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন করবিন বোস। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা ও আর্শদীপ সিং।

দেওয়াল্ড ব্রেভিসের মারকুটে ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা। ছবি- গেটি
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। এর আগে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ২৯৭ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। ২০১১ সালে নাগপুরে জয়টি এসেছিল।
ভারতের মাটিতে ওয়ানডেতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। ২০১৯ সালে মহালিতে ভারতের বিপক্ষে ৩৫৯ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। আর সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি স্বাগতিকদের দখলে। ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬০ রান তাড়া করে জিতেছিল টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। সবমিলিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডে ১৩ নম্বরে রয়েছে এটি। অবশ্য ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার দখলেই। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা।
ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/বিটি